Categories: বিজ্ঞান

নাটকীয় অভিযানে স্থগিত চন্দ্রযান আর্টেমিস-১’ এর উড়ান

এই খবর শেয়ার করুন (Share this news)

সোমবারই ঐতিহাসিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল । ফের চাঁদের বুকে ফিরছে মানুষ । আর সেই অভিযানের প্রথম পর্যায়ে , ‘ নাসা’র তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট , ‘ আর্টেমিস ১’এর উড়ে যাওয়ার কথা ছিল চাঁদের উদ্দেশে । এই অভিযানকে বলা হয়েছিল ‘ নয়া মহাকাশ যুগের ভোর ’ । কিন্তু , উৎক্ষেপণের নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগে প্রথমে স্থগিত করা হল উড়ান , পরে নাসার পক্ষ থেকে জানানো হল এদিনের মতো উৎক্ষেপণ বাতিল । ‘ আর্টেমিস – ১’এ যে চারটি আরএস ২৫ ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল । তার একটিতে তাপমাত্রা জনিত সমস্যার কারণে , এই বিশালাকার মুন রকেটের পরীক্ষামূলক উড়ান বাতিল করা হল । উৎক্ষেপণের বিকল্প তারিখ হিসাবে ২ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বর এই দুই দিন ধার্য করা হয়েছে । এদিন প্রথমে নাসার এই অভিযানের কাউন্টডাউন ঘড়িটি আটকে রাখা হয় টি -৪০ মিনিটে , অর্থাৎ আর মাত্র ৪০ মিনিট পরই ঐতিহাসিক উৎক্ষেপণ হওয়ার কথা ছিল । নাসা জানিয়েছে , জ্বালানি সংক্রান্ত সমস্যার কারণেই এই অভিযান স্থগিত রাখা হচ্ছে। আর্টেমিস -১ লঞ্চ ডিরেক্টরের সঙ্গে আলোচনা করার পরে সাবাদিক সম্মেলনে উৎক্ষেপণ প্রক্রিয়ায়া স্থগিতের কথা জানানো ‘ আর্টেমিস – ১’কে হয় সবচেয়ে শক্তিশালী মহাকাশযান বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা । এই প্রকল্পের লক্ষ্যই ছিল ‘ ডিপ স্পেস এক্সপ্লোরেশন ‘ । যার সহজ অর্থ ; চাঁদের বুকে মহাকাশযানটির না নেমেও চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে চাঁদের মাটি আবহাওয়া এবং প্রকৃতি নিয়ে পরীক্ষা চালাবে । তবে প্রথম থেকেই এই উৎক্ষেপণ নিয়ে আশঙ্কায় ছিলেন নাসার বিজ্ঞানীরা । তারা রবিবার দিনই জানিয়েছিলেন , ‘ শেষ মুহূর্তে এই চন্দ্রযানে জ্বালানি নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে । তাই সাময়িক ভাবে গবে কাউন্টডাউন বন্ধ করা হয়েছে । আবহাওয়া যদি খারাপ থাকে , তবে গোটা প্রক্রিয়াতে আরও দেরি হতে পারে । ‘ ‘ আর্টেমিস -১ ‘ উৎক্ষেপণের পর সেখান থেকে যে যে তথ্য নাসার দপ্তরে আসবে তাকে খুঁটিয়ে বিচার করে ২০২৪ সালে নভোশ্চরদের নিয়ে ওড়ার কথা চাঁদের উদ্দেশ্যে । ৪২ দিনে ৬০ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশযানটির । ‘ আর্টেমিস -১’ মহাকাশযানটি ৯৮ মিটার লম্বা । বিশাল কমলা এবং সাদা রঙের রকেটটি তৈরিতে সময় লেগেছে কয়েক দশক । গ্রিক পুরাণ অনুযায়ী চাঁদের দেবী আর্টেমিস । তাঁর নাম অনুসারে এই চন্দ্রযানের নাম রাখা হয়েছে । জ্বালানি হিসেবে এতে ভরা হয়েছে ৩০ লক্ষ লিটার অতিরিক্ত ঠান্ডা তরল হাইড্রোজেন এবং অক্সিজেন । পরিকল্পনা ছিল , রবিবার সারারাত ধরে রকেটটিতে এই বিপুল পরিমাণ জ্বালানি ভরার কাজ করা হবে । কিন্তু আচমকা উৎক্ষেপণ এলাকায় তীব্র বজ্রপাত শুরু হওয়ায় , কাজ প্রায় এক ঘন্টা মতো বন্ধ রাখতে হয় । ভোর তিনটের সময় ফের জ্বালানি সংক্রান্ত আরও একটি হোঁচট খেতে হয়েছিল নাসাকে । হাইড্রোজেন চেম্বারের মূল পর্যায় ভরাট করার সময় , একটি সম্ভাব্য ফুটো শনাক্ত করা হয় । ফলে ফের বন্ধ থাকে কাজ । পরীক্ষা – নিরাক্ষার পরে , ফের জ্বালানি ভরা শুরু হয় । পরে , নাসার এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেমস টুইট করে জানিয়ে দেয় , ‘ আগাম কোন বিপদ বা ক্ষতির আশঙ্কায় দ্রুত জ্বালানি ভরার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে । তবে এই বিষয়ে আমরা পর্যবেক্ষণ জারি রাখব । ‘ ১৯৭২ সালে “ অ্যাপোলো ১৭ ’ অভিযানে শেষবার নাসার সেই নভোশ্চররা চাঁদে পা রেখেছিলেন ।সেই শেষবার কোন ও মানুষ চাঁদের বুকে পা রেখেছিলেন । সেই অভিযানের পঞ্চাশ বছর পর , ফের চাঁদের বুকে মানুষ পাঠাতে তৎপর নাসা । এই অভিযানের প্রথম ধাপ হিসাবেই ‘ আর্টেমিস -১ ‘ চন্দ্ৰ অভিযান করার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । এই অভিযানের জন্য প্রায় এক দশক ধরে তৈরি করা হয়েছিল ৩২২ ফুট দীর্ঘ স্পেস লঞ্চ সিস্টেম রকেটটি । অভিযানের লক্ষ্য রকেটটির কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি রকেটের উপরে থাকা ‘ ওরায়ন ক্রু ক্যাপসুল ’ চাঁদের বুকে মানুষের জন্য কতটা নিরাপদ হবে , তা পরীক্ষা করা । স্থানীয় সময় , সোমবার সকাল ৮ টা বেজে ৩৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটির উৎক্ষেপণের কথা ছিল । মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস – সহ কয়েক হাজার মানুষ এই উৎক্ষেপণের সাক্ষী হতে ফ্লোরিডার সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন । কিন্তু শেষ পর্যন্ত তাদের যাবতীয় উৎসাহ জলে গেল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

22 hours ago