নাড্ডার জন্মদিনে আবাসিক বাচ্চাদের সাথে কাটালেন বিপ্লব!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার জন্মদিনে সেবা ভাবনায় বড়জলাস্থিত অন্বেষা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের আবাসিক বাচ্চাদের মধ্যে শুক্রবার খাদ্যদ্রব্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার। এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সমাজে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে এই আবাসিক প্রতিষ্ঠানে লালিত বাচ্চাদের সঙ্গেই কাটালেন তিনি l শ্রী দেব বলেন, সুদীর্ঘ কর্ম-জীবনে সেবাপরায়নতা ও মানব কল্যানে উৎসর্গিত প্রাণ এই মানুষটি ছিলেন সর্বদাই পরার্থে নিবেদিত ল

উৎকৃষ্ট সেবা মানসিকতার উজ্জ্বলতম ও অনন্য ব্যক্তিত্ব রূপে জেপি নাড্ডা সর্বত্র সমাদৃত l তাঁর প্রদর্শীত ভাবনা পথেই, এই প্রতিষ্ঠানের আবাসিক কচিকাঁচাদের সাথে দিনটি উদযাপন করেন সাংসদ বিপ্লব কুমার দেব l এদিন আবাসিক শিশুরা প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংগীত ও নৃত্য পরিবেশ করে l

সামাজিক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অবহেলিত বাচ্চারা এখানে আবাসিক রূপে বেড়ে উঠছে l সেবা ভাবনায় ১৯৮৮ থেকে যাত্রা করা অন্বেষা প্রতিষ্ঠানটি সমাজে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অনাদরে অবহেলিত বাচ্চাদের এনে পরিচর্যা করে, শিক্ষা সুস্বাস্থ্য প্রদানের মাধ্যমে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলতে প্রচেষ্টারত l শ্রী নাড্ডার ভাবনা পথেই এই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি প্রকট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ল

তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে জেপি নাড্ডা গোটা দেশে স্বাস্থ্য পরিকাঠামোর অত্যাধুনিকীকরণ এবং স্বাস্থ্যপরিষেবার উন্নয়নে এক অনন্য নজির স্থাপন করেছেন l এর সুফল পেয়েছে ত্রিপুরার নাগরিকরাও l তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে ত্রিপুরার প্রাপ্তি প্রায় ১২০ কোটি টাকা l যার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর সর্বাঙ্গীন উন্নয়নে গতি ত্বরান্বিত হয়েছে l তিনি বলেন, বাচ্চারা যে পরিবেশে বড় হয় তার চারিত্রিক গঠনে তা প্রতিফলিত হয় l এই প্রতিষ্ঠানে লালিত বাচ্চাদের নিয়মানুবর্তিতা থেকে স্পষ্ট, কর্তৃপক্ষ তাদের যত্নে পালনে কতটা আন্তরিক l সমাজে নানা ক্ষেত্রে অবহেলিত বাচ্চাদের পাশাপাশি বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদেরও সযত্নে এখানে লালন করা হচ্ছে l এখান থেকেই শিশুদের উন্নততর ব্যক্তিত্ব তৈরী হয় l যা রাষ্ট্রবাদ ভাবনার স্পৃহাকে জাগ্রত করে l ইতিবাচক পরিচালন ব্যবস্থার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রশংসা করেন তিনি ল

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার ছেলে-মেয়েদের সময়োপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে বৃত্তি উপার্জনক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে অগ্রাধিকার দিয়েছে l এক্ষেত্রে বিদ্যাজ্যোতি সহ একাধিক ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে l পারিপার্শ্বিক সম্ভাবনাময় দিকগুলোকে কাজে লাগিয়ে ভাবি প্রজন্ম যেন তাদের এক সমৃদ্ধ ভবিষ্যৎ চয়ন করতে পারে তার ইতিবাচক পরিমণ্ডল তৈরি হয়েছে বর্তমান সরকারের সময়ে l বর্তমান কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রীয় ভাবনার প্রচার প্রসার সহ জাতীয় শিক্ষা নীতির সংশোধনের মাধ্যমে ছেলেমেয়েদের জীবনমুখী শিক্ষা প্রদানের সুযোগ সম্প্রসারিত হয়েছে l পরিশ্রমই সাফল্যের অন্যতম চাবিকাঠি l সঠিক জীবনশৈলী চয়নের দ্বারা সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মানে কঁচিকাচাদের উৎসাহিত করেন তিনি l এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস সহ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ l

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

23 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago