দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পরিবেশকে রক্ষা করার শপথ নিয়ে সারা বিশ্বের সাথে ৫ জুন রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বায়নের ফলে পরিবেশ দিন দিন কলুষিত হচ্ছে। পরিবেশকে রক্ষা না করলে ভবিষ্যতে এই পৃথিবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার বিশ্ব পরিবেশ দিবসের শ্লোগান হচ্ছে “প্লাস্টিক কে না বলুন “। এই বার্তা নিয়েই সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এদিন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে
“আমার জীবন, আমার স্বচ্ছ শহর ” শীর্ষক বিশেষ স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় মহারাজগঞ্জ বাজারে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দেব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে যানবাহন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহন। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই ছোট ছোট দূরত্বে যাতায়াতে গাড়ি বা বাইকে না করে বাইসাইকেলে করলে, পরিবেশকে অনেকটাই রক্ষা করা যায়। এই বার্তাকে সামনে রেখে টিএসইসিএল সোমবার সকালে একটি বাইসাইকেল র্যালীর আয়োজন করে। বিদ্যুৎ দপ্তরের এমডি দেবাশিষ সাহা এদিনের এই র্যালীতে অংশগ্রহণ করেন।ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন আগরতলা সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি ডঃ বিশু কর্মকার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে সিটি সেন্টারের সামনে পথচারী মানুষদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিশেষ সাফাই অভিযান চালানো হয়।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…