নাবালিকা ধর্ষন, দোষীর আমৃত্যু কারাবাস!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনীয়া।।দশ বছরের নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত জয়দেব মন্ডলকে আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। মঙ্গলবার বিলোনিয়ার বিশেষ আদালতে এই মামলার রায় ঘোষণা হয়।
ঘটনা ৭ ফেব্রুয়ারি ২০২০ ইং। শান্তির বাজার থানারধীন আর কে গঞ্জ এলাকার বাসিন্দা জয়দেব মন্ডল। বয়স ২৮ বছর। সে বিবাহিত। স্ত্রী সহ ছোট দুই পুত্র সন্তানও রয়েছে। পেশায় দিনমজুর। মুহুরীপুরে নাম সংকীর্তন শুনতে ৭ ফেব্রুয়ারি ২০২০ ইং শান্তির বাজার থেকে সেখানে যায় জয়দেব মন্ডল। এদিন কীর্তন শুনতে শুনতে রাত হয়ে যাওয়ায় বাড়িতে না ফিরে পশ্চিম মুহুরীপুরে তার এক বন্ধুর বোনের বাড়িতে যায়। এর আগেও সে বন্ধুর সাথে বন্ধুর বোনের বাড়িতে গিয়েছিল। এদিন বন্ধুর বোনের বাড়িতে রাত্রি যাপন করে। ছোট ঘর। বন্ধুর বোনের ১০ বছরের নাবালিকা শিশু কন্যা রয়েছে। নাবালিকা শিশু কন্যা জয়দেব মন্ডল কে তার মামার বন্ধু হিসাবে তাকেও মামা বলে ডাকতো।

রাতের বেলা চৌকিতে নাবালিকা কন্যা ও জয়দেব মন্ডল একসাথে ঘুমায়। নিচে বন্ধুর বোন ও তার স্বামী ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত সাড়ে দশটায় ১০ বছরের নাবালিকা শিশু কন্যা চিৎকার দিয়ে ওঠে। ঘুম থেকে নাবালিকার মা বাবা উঠে লাইট জ্বালিয়ে দেখে ঘৃণতর অবস্থা। নাবালিকা কন্যা জানায় তার মামা তাকে মুখ চেপে ধরে এবং ধর্ষণের ঘটনার বর্ণনা দেয়। এই ঘটনার খবর পেয়ে রাতেই বপ্রতিবেশীরা ছুটে আসে। জয়দেব মণ্ডল কে আটক করা হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি বাইখোরা থানায় জয়দেব মন্ডল এর বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। থানার তৎকালীন এসআই রুমা নোয়াতিয়া মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এই মামলার রায় বের হয়। বিলোনিয়া বিশেষ আদালতের বিচারক আশুতোষ পান্ডে জয়দেব মন্ডলকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (i) এবং ৬ পকসো এ্যক্ট অনুসারে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর প্রভাত চন্দ্র দত্ত।

Dainik Digital

Recent Posts

ভাঙনের পথে।।

২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও সংখ্যা বাড়িয়ে,তিনশোর বেশি আসন নিয়ে বিজেপির ক্ষমতায় ফেরার পরে অনেক রাজনৈতিক…

18 hours ago

জিবি, আইজিএমে ওষুধ সঙ্কটে রোগীরা চরম বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকার হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ব্যবস্থাপনায় রোগীর দুর্ভোগ কমাতে সচেষ্ট হয়েছে…

19 hours ago

সিপিএমকে তুলোধোনো করে বিপ্লব মানিক সরকারও কমিউনিস্ট নন!!

অনলাইন প্রতিনিধি :-এই রাজ্যে যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ছিল, তা দীর্ঘ কমিউনিস্ট শাসনকালে হারিয়ে গিয়েছিল।…

19 hours ago

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

3 days ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

3 days ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

3 days ago