নাব্যতা হারিয়ে ধলাই নদী এখন মৃত্যু শয্যায়, উদ্বেগ

এই খবর শেয়ার করুন (Share this news)

ধলাই নদীর নাব্যতা আরও কমেছে । বর্ষা প্রায় শেষ । যদিও ৩ সেপ্টেম্বর অবধি বৃষ্টি হয়েছে । বৃষ্টিপাত আরও হতে পারে । কারণ আকাশে এখনও মেঘ আছে । আবার আবহাওয়ার পূর্বাভাস তাই বলছে। ধলাই নদীর চিত্র কিন্তু পাল্টাচ্ছে না । নদীতে জল নেই , আমবাসা সংলগ্ন লংতরাই পাহাড় থেকে সৃষ্টি হয়ে কুলাই , সালেমা , হালাহালী হয়ে শহর সংলগ্ন মলয়া গ্রামে পৌঁছেছে এই নদী । তারপর বাংলাদেশের কুশিয়ারী নদীতে । একদা প্রলয়ঙ্কর ছিল ধলাই । এখন মৃত প্রায় । যত দিন যাচ্ছে এই নদী ততই যেন মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে । এইবার বর্ষায় নদীর জল ছিল হাঁটুর সমান উঁচু । কোথাও কোথাও তাও নেই । পূজার পর নদীতে দেখা যাবে জলের পরিবর্তে বালির স্তূপ ।জল কমে যাওয়ায় ধলাই নদীর বহু মাছ হারিয়ে গেছে । মাছের জন্য বিখ্যাত ছিল এই নদী । প্রচুর পরিমাণে ছোট বড় মাছ পাওয়া যেত । বেশ কিছু জেলে সকাল থেকে বিকাল অবধি নদীতে জাল ফেলে মাছ ধরতেন । জাল ফেলতে ফেলতে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতেন । সন্ধ্যায় সেই মাছ আসত বাজারে । মহকুমার প্রতিটি বাজারে পাওয়া যেত নদীর মাছ । কয়েক বছর ধরে আর এদের প্রায় দেখাই যায় না । হাতে গোনা কয়েকজন নদীর মাছ ধরেন । কোনও কোনও বাজারে হঠাৎ পাওয়া যায় । নিত্যদিন পাওয়া যায় না । পুঁটি , ইচা , মেনি , টেংরা , বোয়াল , পোটা আর লাচো মাছ ছিল সহজলভ্য । ছিল বাঁশপাতা রাণী মাছ । আর পশ্চিমবাংলার বাটা মাছ সুস্বাদু ও বিখ্যাত । বাটা মাছের চেয়েও সুস্বাদু লাচো মাছ । এখন অদৃশ্য হয়ে গেছে । একই অবস্থা পোটা , রাণী মাছ । নেই কাজরী মাছ । এখনও কারও কারও মুখে অদৃশ্য হয়ে যাওয়া এই সব মাছের নাম শোনা যায় । আগামীদিনে নামগুলিও শোনা যাবে না । আবার নদীতে মাছ ধরে কিছু লোক সংসার চালাতেন এসবও মনে হবে গল্প । ধলাই নদীর বন্যা ছিল বিধ্বংসী । প্রতিবছর বর্ষায় একাধিকবার বন্যা হতো । গ্রাম শহর ভেসে যেত । মানুষ নিরাশ্রয় হতেন । আশ্রয় নিতেন টিলায় বা সরকারী প্রতিষ্ঠানে । ১৯৬৩ সালের বন্যায় জামতুম গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছিল । যুবকটির নাম বানরজয় হালাম । ভালো সাতারু ছিলেন এই যুবক । ধলাই নদী তখন খরস্রোতা । প্রচণ্ড বন্যা । বাজি ধরে বানরজয় নামলেন নদীতে । সাঁতার দিয়ে পার হবেন নদী । কিন্তু এপারে আসতে পারলেন না । জল স্রোতে ভাসিয়ে নিয়ে গেল সাঁতারুকে । মৃত্যু হলো বানরজয়ের । সম্ভবত ধলাই নদীর প্রথম শিকার এই হালাম যুবক । দ্বিতীয় শিকার ১৯৬৬ সালে । সেই বছরও বন্যা হয় । ভেঙে যায় অনেক কিছু । বহু গ্রাম জলমগ্ন হয় । মহকুমাশাসকের অফিস থেকে সব কিছু চলে যায় জলের তলায় । নদী অতিক্রম করতে গিয়ে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের । এই জওয়ান ধলাই নদীর দ্বিতীয় শিকার । বন্যা ধ্বংস ডেকে আনত । আবার নদীর জলের পলি মাটি ঊর্বর করত জমি । ফসল ভালো হতো । ভালো মন্দে মিশ্রিত ধলাই এখন মৃত্যু শয্যায় ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

18 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

19 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 days ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

3 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

3 days ago