অরুণাচল প্রদেশ টাইগার্স টিমের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পূর্বোত্তর সিনিয়র মহিলা ফুটবল আসরে আজ নিজেদের অভিযান শুরু করতে চলেছে ত্রিপুরা পাইথনস টিম । মণিপুরের রাজধানী ইম্ফলে ( বৃহস্পতিবার ) থেকে পূর্বোত্তরের আট রাজ্যকে নিয়ে শুরু হচ্ছে এই সিনিয়র মহিলা ফুটবল আসর ৷ টুর্নামেন্টের মূল উদ্যোক্তা মণিপুর ফুটবল অ্যাসোসিয়েশন। এর স্পনসরার রাজস্থানের একটি বেসরকারী সংস্থা । যে সংস্থা নিজেদের প্রচারে এই টুর্নামেন্টের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রাজ্যগুলো তাদের বারোজন প্লেয়ার খেলাতে পারবে ।
প্রতিটি টিমে বাকি ছয়জন করে প্লেয়ার দেবে রাজস্থানের ওই সংস্থা । লীগ কাম নকআউট পর্যায়ে খেলাগুলো করা হচ্ছে । ইতিমধ্যেই আয়োজকরা টুর্নামেন্টের ক্রীড়াসূচি প্রকাশ করেছে । প্রতিটি রাজ্যদলের আলাদা নাম দেওয়া হয়েছে । ত্রিপুরা দল এই টুর্নামেন্টে ত্রিপুরা পাইথন টিমের নামে খেলবে । টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ত্রিপুরা টিমে রাজ্যের বারোজন ফুটবলার রয়েছেন । রাকি ছয়জন ফুটবলার দিয়েছে ওই সংস্থা। ক্রীড়াসূচি অনুযায়ী বৃহস্পতিবার ত্রিপুরা পাইথনস প্রথম ম্যাচ অরুণাচল প্রদেশ টাইগার্স টিমের সাথে লড়বে । বেলা সাড়ে বারোটায় ম্যাচ । লীগপর্বে মোট চারটি ম্যাচ খেলবে ত্রিপুরা ।
আট জুলাই দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা পাইথনসের সামনে আসাম রাইমোর সাথে । বেলা সাড়ো বারোটায় ম্যাচ । ঊনিশ জুলাই তৃতীয় ম্যাচে মেঘালয় লেপাডর্স । এর বিরুদ্ধে লড়বে ত্রিপুরা পাইথনস বিকাল তিনটায় ম্যাচ হবে । বারো জুলাই লীগ পর্বের চতুর্থ তথা শেষ ম্যাচ সিকিম পেণ্ডাস টিমের বিরুদ্ধে লড়বে ত্রিপুরা পাইথনস । দুপুর সাড়ে বারোটায় ম্যাচ শুরু হবে । রাজধানী ইম্ফলের একটি ফুটবল গ্রাউণ্ডে ম্যাচগুলো হবে । এদিকে , আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামার আগে গতকাল সকালে ঘন্টাখানেক সময় অনুশীলন করেছে ত্রিপুরার মেয়েরা । দলীয় কোচ সুজিত ঘোষ আশাবাদী যে , তার টিম ভালো খেলবে এবং ম্যাচ জিতবে । তবে যতদূর জানা গেছে , মাত্র কয়েকদিনের অনুশীলনের মধ্য দিয়ে রাতারাতি জোরাতালি দিয়ে টিম করে নিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ।
এমনকী টিএফএর হাতে এতোটাই সময় কম ছিল যে সরকারী টিম ঘোষণা করার মতো সময় পায়নি । মিডিয়াকে ঘুমে রেখেই অনেকটা চুপিসারে ইম্ফলে টিম পাঠিয়ে দিয়েছে টিএফএ । একাংশের বক্তব্য যে , এটা টিএফএর ব্যর্থতা । গুয়াহাটিতে সদ্য অনুষ্ঠিত অনুর্ধ্ব সতেরো জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরে ত্রিপুরা দলের জঘন্য ফলাফলের জন্য কম সমালোচনা শুনতে হয়নি টিএফএর কমিটিকে । বিনা প্রস্তুতি ছাড়াই কয়েকদিনের প্র্যাকটিসে জোরাতালি দিয়ে টিম গঠন করে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছিল । আরও অবাক করার ঘটনা যে , এই টিমের অধিকাংশ ফুটবলারদেরই জাতীয় আসরে খেলার অভিজ্ঞতা নেই । বেশিরভাগ ফুটবলার জাতীয় আসরে প্রথম খেলতে নেমেছিল । যার পরিণতি চার ম্যাচে ষোলখানা গোল হজম করতে হয় ত্রিপুরাকে । এই জঘন্য ফলাফল ও সমালোচনার ভয় টিএফএর কমিটিকে তাড়া করে বেড়াচ্ছে । এই ভয়ে হয়তো এবার কোনও রকম প্রচারে না এসে চুপিসারে বাইরে টিম পাঠিয়ে দিয়েছে টিএফএ । এবার রেজাল্ট কী হয় তাই এখন দেখার ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…