নার্সের অসাধ্য সাধন!!

 নার্সের অসাধ্য সাধন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কথা আছে পড়াশোনার কোন শেষ নেই। জানারও কোন শেষ নেই। অদম্য ইচ্ছা থাকলে সব অসাধ্যই সাধন করা সম্ভব। সেটা আবারও প্রমাণ করলেন আগরতলা জিবি হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স শিপ্রা সেন। নার্সের পেশায় থেকে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিলো “অটিজম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট”। যা এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। চন্ডিগড়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করেছেন। তিনি জানান, শিশু-কিশোরদের বিকাশে তাদের মানসিক অবস্থা সংক্রান্ত বিষয়গুলি তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল। ত্রিপুরা থেকেই তিনি গবেষণা লব্ধ বিষয়গুলো তুলে এনেছিলেন। বিজ্ঞানের স্নাতকোত্তর শিপ্রা সেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী দেবাশিষ দত্তের সহধর্মিনী। দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার বাসিন্দা শিপ্রা সেন নার্সের পেশার সাথে সাথে তিনি একজন জনপ্রিয় ইউটিউবার, ভালো বক্তা ও সৃজনশীল লেখকও। তিনি চান, রাজ্য সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করুক, যেখানে এই ধরনের অসুস্থ শিশু ও অভিভাবকদের সমস্যা দূর করা যাবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.