Categories: বিজ্ঞান

নাসার ডার্ট মিশন সফল হলে পৃথিবীতে আর আসবে না প্রলয়

এই খবর শেয়ার করুন (Share this news)

মহাকাশ থেকে মাঝে মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়ে গ্রহাণু । অথবা কখনও আছড়ে পড়ে শিলাখণ্ড । জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ বলেন , এ ভাবেই একদিন পৃথিবীর বুকে আছড়ে পড়বে মহাপ্রলয় । কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভয়বাণী হল , মহাকাশের নিশানায় তাদের প্রস্তাবিত ডার্ট মিশন সফল হলে পৃথিবীতে আর কোনওদিন অন্তত মহাকাশ থেকে প্রলয়ের সঙ্কেত আসবে না । নাসার বিজ্ঞানীদের অভয়বাণী , সেই দিন আর বেশি দূরে নয় যখন মহাকাশের শিলাগুলি পৃথিবীর জন্য আর ঘাতক হয়ে উঠবে না । কী এই ডার্ট মিশন ? এটি হল আমেরিকান স্পেস এজেন্সি নাসার ‘ ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট ’ ( সংক্ষেপে ডার্ট ) মিশন । নাসার এই মিশন শুরু হয়েছে অনেক দিন আগেই । শেষ হবে আগামী ২৬ তারিখ । একাধিক গ্রহাণু দিয়ে মহাকাশে ‘ মোক্ষম ’ আঘাত করে চলেছে নাসা । আদতে এর মাধ্যমে তারা পরীক্ষা করে দেখতে চাইছে যাতে পৃথিবীর দিকে ধেয়ে আসা অতিজাগতিক শিলাগুলির দিক পরিবর্তন করা যায় । দীর্ঘ দূরত্ব অতিক্রম করার পর , উৎক্ষেপণের প্রায় ১০ মাস বাদে এই মিশনটি ২৬ সেপ্টেম্বর শেষ হতে চলেছে । মহাকাশে পাঠানো ডার্ট মিশনের মহাকাশযানটি ২৬ সেপ্টেম্বর ডিডাইমোস বাইনারি গ্রহাণু সিস্টেমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে । ওই সংঘর্ষের সময় এর গতি হবে ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার , যা গ্রহাণুর দিক পরিবর্তনের চেষ্টা করবে । এটি ড্রাকো ক্যামেরার সাহায্যে মহাকাশে দূরবর্তী নক্ষত্র এবং গ্রহের ছবি তুলবে । নাসা ইতিমধ্যে জানিয়েছে বলে দাবি করেছে নাসা । কিছু দিন আগে নাসা বৃহস্পতি এবং তার চারটি চাঁদের একটি ছবি শেয়ার করেছিল , যা ডার্ট মিশনের অঙ্গ ডকো ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছিল । ডাকো আদতে একটি সিস্টেম । নাসা বলেছে , ড্রাকো সিস্টেম হল একটি উচ্চ রেজোলিউশন ক্যামেরা যা নাসার ‘ নিউ হরাইজন ’ মহাকাশযানে থাকা ইমেজার দ্বারা চালিত হয়ে এই প্রথম প্লুটো গ্রহের ক্লোজ – আপ ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে । বিজ্ঞানীরা আশাবাদী ২৬ সেপ্টেম্বর ডার্ট মিশনের সঙ্গে প্রবল সংঘর্ষ ডিডাইমোস বাইনারি সিস্টেমে গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করবে । যদি এই অভিযান সফল হয় , তাহলে পৃথিবীকে ভবিষ্যতে বিপর্যয়কর গ্রহাণুর সংঘর্ষ থেকে রক্ষা করা যাবে । মেজিং গ্রহাণুর জন্য হালকা ইতালীয় কিউবস্যাট ডার্ট মিশন সংঘর্ষ পর্যবেক্ষণ করবে এবং এর ক্লোজ আপ ছবি তুলবে ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

19 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago