Categories: বিজ্ঞান

নাসার দফতর থেকে নিলামে উঠবে ‘অটোগ্রাফ বীমা’

এই খবর শেয়ার করুন (Share this news)

রাত পোহালেই চন্দ্র অভিযানের ৫৩ বছর পূর্তি উপলক্ষে সাজতে চলেছে নাসার মূল কার্যদফতর ক্যালিফোর্নিয়া । সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি নাসা এবছর অভিযানের ৫৩ বছর পূর্তিতে সামনে আনছে তা হল ; নীল আর্মস্ট্রং , এডুইন বাজ আর মাইকেল কলিন্সের ‘ অটোগ্রাফ বীমা ‘ । কিছুটা অদ্ভূত শোনালেও চাঁদে রওনা হওয়ার প্রায় ছ মাস আগেই নীল , বাজ এবং মাইকেল নিজেদের পরিবারের কথা ভেবে ‘ জীবনবীমা ‘ করে রেখে গিয়েছিলেন । তবে ‘ জীবনবীমা ‘ বললে হয়তো ভুল বলা হবে তাই নাসা একে ‘ জীবনবীমা ‘ না বলে ‘ অটোগ্রাফ বীমা ‘ বলতেই প্রস্তুত।

এই প্রথমবার তিন চন্দ্র অভিযাত্রীর মোট ১৮০ টি সই করা খাম প্রকাশ করবে নাসা । উল্লেখ্য ১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অ্যাপেলো ১১। যে মহাকাশযানে চেপে রওনা দিয়েছিলেন নীল আমস্ট্রং , এডউইন বাজ এবং মাইকেল কলিন্স । যদিও ২০ জুলাই মার্কিন সময় অনুসারে রাত ৮ টা ২৩ মিনিটে চাঁদের বুকে পা দিলেন নীল আর্মস্ট্রং আর বাজ । অন্যদিকে অ্যাপেলো – ১১’কে নিয়ে তখন চাঁদের চারপাশে চক্কর কাটাচ্ছিলেন মাইকেল কলিন্স । তাই তার পক্ষে চাঁদের বুকে নামা সম্ভব হয়নি ।

 

কিন্তু চন্দ্র অভিযানের তিন অভিযাত্রী ৫৩ বছর আগে যে ইতিহাস রচনা করেছিলেন সেই ইতিহাসের একের পর এক বিষয়কে ২০১৯ সাল থেকে নাসা সামনে আনছে । ২০১৯ সালে চন্দ্র অভিযানের ৫০ বছর পূর্ণ হয়েছে । সেই উপলক্ষে নাসা ডাক টিকিট প্রকাশ করেছিল আর এবার প্রকাশ হতে চলেছে ‘ অটোগ্রাফ বীমা ‘ । ১৬ জুলাই ১৯৬৯ সালে অভিযান শুরু হলেও তার প্রস্তুতি শুরু হয়েছিল ওই বছর জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে । এক অভিনব অভিযান ইতিহাসে আগে যা কখনো হয়নি । মানব ইতিহাসের এক দুঃসাহসিক অভিযান , এই অভিযানে গুরুত্ব যতখানি ঝুঁকিও ততখানি ছিল ।

মাইকেল কলিন্স এই অভিযান সম্পর্কে বলেছিলেন , ‘ একই সঙ্গে রোমাঞ্চকর এবং বিপজ্জনক । ‘ নীল আর্মস্ট্রং অভিযান সম্পর্কে রওনা হওয়ার আগে একটি চিঠিতে লিখেছিলেন , ‘ জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য জ্ঞান করে রওনা দিলাম । ‘ অন্যদিকে এডুইন বাজ বলেছিলেন , ‘ চিন্তা রয়েছে আমার জন্য নয় ; আমার পরিবার – পরিজনের জন্য । এমন এক অভিযান যেখান থেকে ফিরতেও পারি নাও ফিরতে পারি । তবে না ফেরার সম্ভাবনাই বেশি । সেক্ষেত্রে পরিবারের কি গতি হবে তা নিজেও জানিনা । ‘ নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলেরয় অভিযানের ৫৩ বছর আগের সেই ইতিহাসের কথা বলতে গিয়ে বলেছেন , ‘ মানুষের জীবন যখন সংশয়পন্ন হয় তখনই মানুষ জীবন বীমা করেন ।

যাতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলেও পরিবার – পরিজন একেবারে অকূল পাথারে না পড়েন । কিন্তু অভিযাত্রীরা এতটাই বুদ্ধিমান ছিলেন যে তারা জীবন বীমা করেননি তারা করে গিয়েছিলেন অটোগ্রাফ বীমা । ‘ বিষয়টি খোলসা করে বললে বলা যায় , জানুয়ারির ১০ তারিখের মধ্যেই নীল , বাজ এবং মাইকেলের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে তারা তিনজনেই একটি বিয়ার পাবে গিয়ে , ঠিক করলেন এই অভিযানে ফিরে আসবেন কিনা তার স্থিরতা নেই । কিন্তু দুঃসাহসিক অভিযানের শেষে তারা জীবিত ফিরুন আর নাই ফিরুন মানুষ নিশ্চয়ই তাদের অটোগ্রাফ চাইবেন ।

আর সেই জন্যেই আগাম পরিকল্পনা অনুসারে ১০ জানুয়ারি ১৯৬৯ সালের আগেই তারা ষাটটি করে খামে .. প্রত্যেকেই নিজেদের নাম সই করেন রেখে যান । আজ সেটাই ‘ অটোগ্রাফ , বীমা ‘ বলে প্রচার করছে নাসা। মহাকাশ অভিযানের ছ’মাস আগেই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে নিভৃতাবাসে চলে গিয়েছিলেন । তিন চন্দ্র অভিযাত্রী । নাসার দেওয়া । তথ্য অনুসারে , ৮ জানুয়ারি , ১৯৬৯ সালে শেষবারের মতো পরিবার ত্যাগ করে বেরিয়ে এসেছিলেন তিনজনেই । তারপরে তারা যোগ দিয়েছিলেন শারীরিক প্রশিক্ষণ শিবিরে । এই শিবিরে যাবার আগে তারা ৬০ টিং করে খামে অটোগ্রাফ বা নিজের স্বাক্ষর রেখে গিয়েছিলেন । ৫৩ বছর , পর নাসার গ্যালারি থেকে এবার সেই অটোগ্রাফ সম্বলিত খাম নিলামে উঠতে চলেছে । পামের আশা এক একটি খাম অন্ততপক্ষে এক লক্ষ মার্কিন ডলারে বিক্রি হতে পারে | সবমিলিয়ে নাসার ঘরে আসতে পারে প্রায় ২ কোটি মার্কিন ডলার । তবে এই বিপুল সম্পত্তি নাসা তার নিজের তহবিল রাখবে না , তিন নভশ্চর যারা ইতিহাস রচনা করেছিলেন তাদের পরিবারের হাতে মোট নিলাম অর্থের ৭৫ শতাংশ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাম ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এআই, ফাইভ জি বিকাশে বড় সাফল্য রাজ্যে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :- নয়াদিল্লীতে শুক্রবার 'রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট ২০২৫'-এ অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডা.…

14 hours ago

বৈদ্যুতিক ইঞ্জিনে পরীক্ষামূলক চালু হল জনশতাব্দী এক্সপ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- ত্রিপুরা ট্রেন চলাচলের ক্ষেত্রে এক নয়া পালক যুক্ত হয়েছে। বৈদ্যুতিক ইঞ্জিনে দূর পাল্লার…

14 hours ago

মানিকভাণ্ডার – ফটিকরায় জাতীয় সড়ক বেহাল বিপদের শঙ্কা, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি:- বর্ষার বিপদ ঘনিয়ে আসছে মানিকভান্ডার ফটিকরায় জাতীয় সড়কেও। এই পথটিও ২০৮ জাতীয় সড়কের…

14 hours ago

পদ্মাপাড়ে অন্য খেলা!

গত বছরের ৫ আগষ্ট বাংলাদেশে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে একপ্রকার জোর করে উৎখাত করার পর…

14 hours ago

রাজস্থানে গ্রেফতার ‘লুটেরা দুলহন’ সম্পতি লুট করতে ২৫ বার বিয়ে!!

অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…

2 days ago

হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…

2 days ago