Categories: দেশ

নিউ হাফলঙ পর্যন্ত ট্রেন চলাচলের উদ্যোগ চলছে

এই খবর শেয়ার করুন (Share this news)

লামডিং নয় , আপাতত নিউ হাফলঙ পর্যন্ত রেল সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে । সব কিছু ঠিক থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহে রেলপথে আগরতলা ও বদরপুরের সঙ্গে ফের জুড়তে পারে নিউ হাফলঙ স্টেশন । দৈনিক সংবাদকে একথা জানালেন যোগীন্দর সিং লখড়া । তিনি উত্তরপূর্ব | সীমান্ত রেলের লামডিং বিভাগের ডিআরএম । শ্রী লখড়া টেলিফোনে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে প্রতিবেদককে পাহাড়ি রেলপথের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেন । বলেন,পরিস্থিতি তুলনামূলকভাবে ভালোর দিকে । তবে বর্ষণের কারণে প্রায় এক সপ্তাহ রেলপথ পুনরুদ্ধার ও সংস্কার কাজ বন্ধ রাখতে হয়েছে ।

তাছাড়া লামডিং বিভাগের আরও বেশ কিছু অংশে বন্যার কারণে রেলপথ বিপর্যস্ত হয়েছে । ফলে পাহাড়ি রেলপথ থেকে সাময়িকভাবে লোকবল কমাতে হয় ।এই কারণে উত্তর কাছাড় পাহাড়ঘেরা পাহাড়ি রেলপথের কাজে ব্যাঘাত ঘটেছে । তার উপর সর্বশেষ বন্যাজনিত কারণে শিলচর স্টেশন সংলগ্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে । সপ্তাহ খানেক আগে আসামের হোজাই জেলার বিভিন্ন অংশ বন্যার কবলে পড়ে । বানভাসির কারণে জেলা সদর সহ যমুনামুখ – যোগীজ্ঞান , চাপারমুখ সেনচুয়া এলাকায় রেলপথ বিপর্যস্ত হয়ে পড়ে । এতে ডিমাপুর , ডিব্রুগড় , তিনসুকিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে রেলপথে । বর্তমানে এই অংশে যাত্রী ট্রেন সহ সব ধরনের ট্রেন চলাচল চলবে । তবে তা চলছে গতি নিয়ন্ত্রণ করে । প্রতি ঘন্টায় দশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে বিপর্যস্ত এলাকা দিয়ে । ডিআরএম যোগীন্দর সিং লখড়া এই তথ্য দিয়ে জানান নতুন করে ভারী বর্ষণ না হলে রক্ষা । সেই ক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহে নিউ হাফলঙ পর্যন্ত ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হবে । তবে নতুন করে ভারী বর্ষণ হলে এই উদ্যোগ ভেস্তে যেতে পারে । এমনই আশঙ্কা প্রকাশ করেন খোদ ডিআরএম , লামডিং ।

তিনি জানান তেমন হলে ডিমাহাসাও জেলা সদর হাফলঙ পর্যন্ত কবে ট্রেনের চাকা গড়াবে বলা শক্ত । তিনি বলেন , নিউ হাফলঙ পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা গেলে ধাপে ধাপে বাকি অংশ যুক্ত হবে রেলপথে । শ্রীলখড়া জানান , সব কিছু স্বাভাবিক থাকলে দিনকয়েকের মধ্যে বদরপুর থেকে নিউ হাফলঙ পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল করতে পারে । তবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি । উত্তর কাছাড় পাহাড় ঘেরা পাহাড়ি রেলপথের বর্তমান অবস্থা সম্পর্কে দৈনিক সংবাদের তরফে যোগাযোগ করা হয় সব্যসাচী দে – র সঙ্গে । উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী দে দাবি করেন পরিস্থিতির উন্নতি ঘটছে বলে । তিনি জানান বিভিন্ন আটকে থাকা মালগাড়ির ওয়াগন অথবা যাত্রী ট্রেনের কোচ উদ্ধার এবং স্থানান্তরের কাজ শুরু হয়েছে । বৃহস্পতিবার বিভিন্ন স্টেশন থেকে উদ্ধার করে আনা কোচ এবং ওয়াগন এনে রাখা হয়েছে বদরপুর জংশন ও সংলগ্ন স্টেশনে । এর মধ্যে মাইগ্রেনডিসা থেকে আনা জ্বালানি তেলভর্তি বহু ওয়াগন রয়েছে । জানা গেছে রেলের পরিভাষায় ফুল রেক হিসাবে পরিচিত এসব ওয়াগন রাখা হয়েছে বদরপুর জংশন স্টেশনে । এছাড়া ডিমাহাসাও জেলা সদরের স্টেশন নিউ হাফলঙ থেকেও বিপর্যস্ত কোচ , ওয়াগন সরিয়ে আনার কাজ শুরু হয়েছে ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

9 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

13 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

13 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

13 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago