নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার!!

রবিবার সকালে সাব্রুমের উত্তর দৌলবাড়ীর একটি বাগান থেকে তপন দাস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। স্থানীয়দের বক্তব্য, দুই তিন দিন আগে থেকে মৃত তপন দাস বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা বহু খোঁজা খুঁজি করে না পেয়ে সাব্রুম থানাতে মিসিং ডাইরি করে।রবিবার সকালে স্থানীয় জনগণ বাগানে কাজ করতে গেলে তপনের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ। মৃত তপন দাস কট্টর কংগ্রেস সমর্থক ছিলো বলে স্হানীয় জনগণ জানিয়েছেন।