নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হাওড়া নদী থেকে!! চাঞ্চল্য
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।।গত ৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিল দীপঙ্কর ঘোষ নামে এক যুবক। বুধবার সেই যুবকের মৃতদেহ উদ্ধার হলো হাওড়া নদী থেকে। ঘটনা রাজধানী আগরতলার পূর্ব প্রতাপগড় এলাকায়। ঘটনা স্থলে ছুটে গেছে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ । এই ঘটনায় পুলিশি ভূমিকায় উঠেছে প্রশ্ন। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গত ৬ তারিখ থকে দীপঙ্কর নিখোঁজ হওয়ার ঘটনা পুলিশকে বারবার জানানো সত্বেও মহারাজগঞ্জ ফাঁড়ি ও পূর্ব থানার পুলিশ তেমন কোনও ভূমিকা পালন করেননি। পরিবারের পক্ষ থেকে সি সি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতেনতুলে দেওয়া হলেও, পুলিশ দীপঙ্করের এক বন্ধু কৃষ্ণ ঘোষ কে আটক করে জিজ্ঞেসাবাদ করে ছেড়ে দিয়েছে। তাকে খুন করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।