নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

 নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে এক নারী। নিখোঁজ এই নারীকে অক্ষত ও সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। নাম তার অড্রে ব্যাকেবার্গ। তিনি নিখোঁজ হয়েছিলেন ১৯৬২ সালের ৭ জুলাই, মাত্র ২০ বছর বয়েসে তিনি নিখোঁজ হয়েছিলেন।
উইসকনসিনের সউক কাউন্টির শেরিফ চিপ মেইস্টার জানান, অড্রের নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপরাধ বা অপরাধীর সংশ্লিষ্টতা ছিল না। তিনি স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। ‘উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোকেসি’ নামের একটি অলাভজনক সংস্থার দাবি, অড্রে নিখোঁজ হওয়ার সময় তিনি বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। ১৫ বছর বয়সে তার বিয়ে হয়। নিখোঁজ হওয়ার কিছু দিন আগে স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে এই মামলা পড়ে ছিল। তবে চলতি বছরের শুরুতে পুরনো কেস ফাইল পর্যালোচনার মাধ্যমে তদন্তে অগ্রগতি আসে। উইসকনসিনের গোয়েন্দা, আইজ্যাক হ্যানসন তার অনুসন্ধান একসময় খুঁজে পায় অড্রের বোনের একটি অনলাইন অ্যাকাউন্টে। সেখান থেকেই মিলল বহুদিনের অজানা সূত্র। তদন্তকারী আইজ্যাক হ্যানসন স্থানীয় পুলিশের সহযোগিতায় তার সঙ্গে যোগাযোগ করেন। ফোনে তিনি ৪৫ মিনিট অড্রের সঙ্গে কথা বলেন। হ্যানসনও জানালেন , ‘তিনি নিজের স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। অতীতকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছিলেন। খুবই আত্মবিশ্বাসী ও সন্তুষ্ট লাগছিল তার কণ্ঠ। তার মধ্যে কোনো অনুশোচনা নেই।’ অড্রে ব্যাকেবার্গের বর্তমানে বয়স ৮২ বছর।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.