নিখোঁজ ১৬ বছরের কিশোর!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, ঋষ্যমুখ।। পড়াশোনার জন্য ডাক দেওয়াতে বাড়ি থেকে বেরিয়ে যায় ঋষ্যমুখ ব্লক এলকার আমজাদনগর সীমান্তের এক নাবালক ছেলে। তার নাম আজাদ মিয়া। বয়স ১৬ বছর। স দশম শ্রেণির ছাত্র। শনিবার বাড়ি থেকে বেরিয়ে যায়। রবিবার বিলোনীয়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে।