নিগৃহীত সাংবাদিক, থানায় অভিযোগ, ধৃত ২

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিনিয়ত রাজ্যের কোথাও না কোথাও সাংবাদিকদের ওপর নিগ্রহের ঘটনা কিংবা আক্রমণের ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসতে শুরু করেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও আক্রান্ত হল রাহুল পাল নামে নামে তেলিয়ামুড়া এলাকার তরুণ সাংবাদিক।
ঘটনা তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায়। সংবাদে জানা যায়, এদিন রাতে অম্পি চৌমুহনী এলাকায় গাড়ির চালকদের মধ্যে কোনও এক বিষয়কে কেন্দ্র করে বচসা বাঁধে। পরবর্তীতে এই ঘটনা বিরাট আকার ধারণ করে এবং হাতাহাতির রূপ নেয়। এই সংবাদ পেয়ে রাহুল সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যায়।

সে যখন সেই মারধরের ঘটনা ভিডিও করছিল তখন সাংবাদিক রাহুলের উপর কয়েকজন গাড়ির চালক হামলা চালায় এবং বেধড়ক মারধর করে তার হাতের আংটি, গলার সোনার চেইন সহ বহু মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযগ। এই ঘটনার কগবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়ার সাংবাদিকরা ছুটে এসে তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে এদিন রাতে আহত রাহুল সহ তেলিয়ামুড়া প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায় ও সকল সাংবাদিকরা মিলে তেলিয়ামুড়া থানায় গিয়ে গাড়ির চালক শান্ত দেব্বর্মা এবং বাপন দাস নামে দুইজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ এই অভিযোগ পেয়ে দুইজনকে আটক করে বলে জানা যায়। অন্যদিকে এই ঘটনার অভিযোগ নিয়ে থানায় অসাংবাদিকদের সাথে তেলিয়ামুড়া থানার কর্তব্যরত সেকেন্ড ওসি রঞ্জন বিশ্বাস দুর্ব্যবহার করে এবং অপমানিত করেন বলে অভিযোগ।
অপরদিকে সোমবার সকালে অভিযুক্ত দু’জনকে তেলিয়ামুড়া থানা থেকে খোয়াই আদালতে পাঠানো হয় বলে তেলিয়ামুড়া থানার ও সি সুবিমল বর্মণ জানান। সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ছি ছি রব উঠতে শুরু করেছে সচেতন মহলে।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago