নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

 নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে এবার কী রীতিমতো কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে টিএফএর কয়েক শতাধিক আজীবন সদস্য? জানা গেছে যে টিএফএর বর্তমান সংবিধান সংশোধন করার নামে নাকি আজীবন সদস্যদের অধিকার কেড়ে নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে।ঠিক এই সময়ে দাঁড়িয়ে টিএফএর গঠনতন্ত্র অনুযায়ী যেখানে টিএফএর গভর্নিং বডিতে আজীবন সদস্য প্রতিনিধির সংখ্যা মোট ক্লাব প্রতিনিধির চেয়ে একজন কম সেখানে নাকি নতুন করে যে সংবিধান সংশোধন করার কথা বলা হচ্ছে সেখানে নাকি সংখ্যাটা অনেকটাই কমে গিয়ে মাত্র ২১ করার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে যে, গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে নাকি কয়েক দফায় বৈঠক করে নিয়েছে টিএফএর আজীবন সদস্যরা। আগামী ৬ এপ্রিল টিএফএর সমস্ত আজীবন সদস্যদের নিয়ে হবে একটি মেগা বৈঠক। প্রসঙ্গত, গত ২৩ মার্চ (রবিবার) এগিয়ে চলোর সংঘের কনফারেন্স ঘরে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির অন্তর্ভুক্ত আজীবন সদস্যদের আহ্বানে গভর্নিং বডির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ৬ এপ্রিল রবিবার বেলা এগারোটায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সমস্ত আজীবন সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা হবে। এই সভায় ত্রিপুরা ফুটবলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে এবং বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় আজীবন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে সর্বোত্তমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং আজীবন সদস্যদের অধিকার সুনিশ্চিত করার ব্যাপারে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সদস্যদের মতামত নিয়ে আজীবন সদস্যদের একটি কমিটি গঠন করা যায় কিনা সেটা নিয়েও আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও আজীবন সদস্যদের সবাইকে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে একত্রিত করা নিয়ে আলোচনা করা হবে। আগামী ৬ এপ্রিল ২০২৫ রবিবার। বেলা এগারোটায় জগন্নাথবাড়ি রোডস্থিত (আগরতলা প্রেস ক্লাবের উল্টো দিকের গলি) স্টুডেন্স হেলথ হোমে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সব আজীবন সদস্যদের নিয়ে এই সাধারণ সভায় সব আজীবন সদস্যদের উপস্থিতি একান্তভাবে কামনা করা হচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.