নিজেদের নতুন করে তৈরি করছে রাজ্যের তিন কন্যা
আগরতলার অন্বেষা দাস , বিজয়া ঘোষ কিংবা খোয়াইর মেয়ে অনামিকা দাস । গত ছয়দিনে ক্রিকেটের নতুন অনেক কিছুই এরা শেখার সুযোগ পেয়েছে । আর এই সুযোগটা এরা পুরো মাত্রার কাজে লাগাতেও চাইছে তাদের ক্রিকেট জীবনে । ত্রিপুরার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের তিন কন্যা অন্বেষা দাস , বিজয়া ঘোষ এবং অনামিকা দাস এখন দেশের দুই শহরে বিসিসিআইর উদ্যোগে এনসিএর কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে । অন্বেষা পাঞ্জাবের মোহালি শহরে এবং বিজয়া ও অনামিকা অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে প্রশিক্ষণ নিচ্ছে । বিসিসিআইর উদ্যোগে এবং এনসিএর পরিচালনায় গত ষোল মে থেকে এই কোচিং শুরু হয়েছে । মোহালিতে অন্বেষার সাথে কথা বলে জানা গেলো তাদের মোহালি স্টেডিয়ামে যে একাডেমি আছে সেখানেই কোচিং চলছে ।অন্বেষা জানালেন , গত ছয় দিনে ক্রিকেটে অনেক নতুন কিছু শেখা , জানা তার পক্ষে সম্ভব হয়েছে । প্রতিদিন দু’বেলা হচ্ছে কোচিং কাম ট্রেনিং । এনসিএর সাতজন কোচ , ট্রেনার এখানে কোচিং দিচ্ছে । অন্বেষা জানায় , এখানে নতুন নতুন টেকনিক যেমন শেখার সুযোগ হচ্ছে তেমনি নিজেকে সেভাবে গড়ে তোলার একটা ইচ্ছাও তৈরি হচ্ছে । কথার ফাঁকে অন্বেষা জানালো , ইতিমধ্যে তার ওজন তিন কেজি কমেছে । অবশ্য কোচদের বক্তব্য , আরও চার কেজি কমাতে হবে । অন্বেষা জানালো , নয় জুন ক্যাম্প শেষে হতে পারে অনুর্ধ্ব উনিশ মেয়েদের জোন ক্রিকেট । এতে সুযোগ পেলে ভালো খেলতে চায় অন্বেষা । অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ক্রিকেট একাডেমিতে এনসিএর কোচদের তত্ত্বাবধানে কোচিং নিচ্ছে রাজ্যের অপর দুই কন্যা বিজায়া ঘোষ ও অনামিকা দাস । বিজয়া জানালো বৃষ্টির জন্য তাদের ছয়দিনের মধ্যে মাত্র তিনদিন ঠিকভাবে কোচিং হয়েছে । তবে তিনদিনে সে ও অনামিকার অনেক কিছু শেখার সুযোগ হয়েছে ।