দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।। শুক্রবার সকালেই সারা বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছিল এই খবর । কিছুক্ষণের মধ্যে সেই খবর আরও চাঞ্চল্য ছড়িয়ে দিল । প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । শুক্রবার সকালে প্রকাশ্যেই গুলিবিদ্ধ হয়েছিলেন আবে । দুশ্চিন্তার প্রহর গুনছিল গোটা বিশ্ব। একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন তিনি। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী । তবে শেষ রক্ষা হল না। প্রাণ হারালেন তিনি ।
এদিকে ‘ বন্ধু ‘ শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার খবরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি । ট্যুইটে সমবেদনা ও আরোগ্য কামনা করেছিলেন । প্রয়াণের পর ফের ট্যুইটারে গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি ।
ট্যুইটারে মোদি লিখেছেন , ‘ আমি স্তম্ভিত ও দুঃখিত , ভাষা নেই আমার প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু হবে। বিশ্বজনীন এক রাষ্ট্রনায়ক , একজন অসামান্য নেতা এবং উল্লেখযোগ্য প্রশাসক । উনি নিজের জীবন দিয়ে জাপান তৈরি করেছিলেন ও বিশ্বকে উন্নত করেছিলেন । ‘শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার পরও ট্যুইটারে শোকপ্রকাশ করেছিলেন মোদি । লিখেছিলেন , ‘ আমার প্রিয় বন্ধুর উপর হামলার ঘটনায় গভীর ভাবে ব্যথিত । ওঁর ও পরিবারের জন্য প্রার্থনা করি । জাপানের মানুষের সঙ্গে আছি । ‘ কিন্তু ফের চরম খারাপ খবরটাই পেলেন প্রধানমন্ত্রী । হয়তো এমন খবর পেতে হবে তা ভাবেননি মোদিও । তবে আশঙ্কাই সত্যি হল ।
২০২১ সালে শিনজো আবেকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে । বলে হয় , শিনজো আবের আমলে ভারত – জাপান সম্পর্ক নয়া উচ্চতায় যায় । এরই স্বীকৃতিস্বরুপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয় ।জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর , শিনজোর বুকে গুলি লেগেছিল । গুলিবিদ্ধ হওয়ার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁর পরিস্থিতি সঙ্কটজনক ছিল । সঙ্গে সঙ্গেই আততায়ীকে পাকড়াও করা হয় । ঘটনায় ধৃত ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি বলে জানা গিয়েছে । তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…