করোনা কাটিয়ে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট মূল স্রোতে ফিরতে চলেছে । আর সব দেশগুলিতে মোটামুটি স্টেডিয়ামে দর্শকও আসতে শুরু করেছে । আগামী দিনে সব আন্তর্জাতিক ম্যাচগুলিতেই একশো শতাংশ দর্শক নিয়ে খেলা অনুষ্ঠিত হবে । আর এবার সেই কারণে আইসিসিও এবার আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নতুন নিয়ম আনল । এবার থেকে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে বা দ্বিপাক্ষিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ার রাখার নিয়ম ফিরিয়ে আনা হল । করোনার কারণে গত দুই বছরে বাহ্যিক কোনও সংক্রমণ যাতে না হয় সেই জন্য যেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ হতো সেখানে সেই আয়োজক দেশেরই আম্পায়ার প্যানেল ম্যাচ পরিচালনা করত । কিন্তু এখন থেকে আর এই নয়ম থাকছে না ।
আগে যেরকম টেস্ট ও সীমিত ওভারের ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার ছিলেন সেই নিয়মই আবার ফিরিয়ে আনা হয়েছে ।আগের নিয়ম অনুযায়ী, লাল বলের ক্রিকেট আগের মতো তিন জন আম্পায়ার সহ তৃতীয় একজনকেও নিরপেক্ষ হিসাবে রাখতে।আর অন্যদিকে সীমিত ওভারের ম্যাচে একজন নিরপেক্ষ আম্পায়ার ছিল । কিন্তু ২০২০ সাল থেকে সেই নিয়ম বন্ধ হয়ে যায় । তবে এবার থেকে আইসিসি সেই নিয়ম এনেছে। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে একটি বিবৃতি প্রকাশ করে এই নিয়ম ফিরিয়ে আনার কথা জানিয়েছেন । যদিও গত দুই বছর স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করার কিছু ইতিবাচক দিকও ছিল বলে মনে করছেন বার্কলে । তিনি বলেছেন , ‘ করোনাকে কাটিয়ে আমরা যখন ক্রিকেটে মূল স্রোতে ফিরতে শুরু করেছি তখন আমরা আগের নিয়মে ফিরতে চাই । এতদিন আয়োজকদেশের আম্পায়াররা ম্যাচ পরিচালনা করার পর আন্তর্জাতিক ক্ষেত্রে তারা পরিচিতি পেয়েছেন । এটা একটা ইতিবাচক দিক । কিন্তু ক্রিকেটের উন্নতি সাধনের লক্ষ্যে আগামী দিনে আমরা নিরপেক্ষ আম্পায়ারের সিদ্ধান্তের দিকেই হাঁটছি । ‘ কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে ম্যাচের আম্পায়ারিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল । তাই আইসিসি তারপর থেকেই এই নিয়ে আলোচনায় পর সিদ্ধান্ত নিয়েছে পুরেনো নিয়মকে ফিরিয়ে আনার । ধারণা করা হচ্ছে , আগামী মাসে ইংল্যান্ড – নিউজিল্যান্ডের টেস্ট থেকেই নিরপেক্ষ আম্পায়ার দেখা যেতে পারে।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…