অনলাইন প্রতিনিধি || রাজন্য বিজড়িত রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা শুরু হচ্ছে ছাব্বিশ জুন থেকে। মেলাকে ঘিরে ইতিমধ্যে খয়েরপুর সহ পুরাতন আগরতলা সেজে উঠেছে। এবার মেলা ও উৎসবের মূল থিম হল নেশামুক্ত ত্রিপুরা। সোমবার সকালে হাওড়া নদীর পুণ্যস্নানঘাটে অবগাহনের মধ্য দিয়ে সূচনা হবে খার্চি উৎসবের।সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে মেলা ও উৎসবের সুচনা করবেন মুখমন্ত্রী ডা.মানিক সাহা।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পযর্টন,খাদ্য ও পরিবহণ দপ্তরের মন্ত্রী
সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ শীল,সমাজসেবী অমিত নন্দী সহ অন্যরা। শনিবার পুরাতন আগরতলা ব্লকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিনি বলেন, এবারের খার্চি উৎসবে ব্যাপক লোকসমাগম হবে। পুণার্থীদের কথা মাথায় রেখে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, মেলায় শান্তিশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিদিন এক হাজার টিএসআর নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন। পাশাপাশি স্কাউট অ্যাণ্ড গাইডের দেড়শজন স্বেচ্ছাসেবক ও মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, মোতায়েন থাকবে সাদা পোশাকে পুলিশ বাহিনী। বিধায়ক জানান, আগে সাধুসন্তদের খাবারদাবারের কোনও ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমান সময়ে সাধুদের খাবার ও থাকার জায়গার বন্দোবস্ত করা হয়েছে। শুধু তাই নয়, মেধাবী ছাত্রছাত্রী এবং দিব্যাঙ্গদেরও সম্মানিত করা হবে। তিনি জানান মেলা ঘিরে ইতিমধ্যে গোটা এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। চতুর্দশ দেবতা মন্দির সহ আশপাশ এলাকাকে রং ও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। বিধায়ক এলাকার শান্তি ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, মেলায় খাদ্য সুরক্ষা জনিত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সপ্তাহব্যাপী খার্চি উৎসবের দিনে বাইপাস রোডে যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানুষের কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মেলা ও উৎসবকে সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য তিনি রাজ্যবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ শীল, বিডিও শান্তনু দত্ত সহ অন্যরা। বিধায়ক জানান, ত্রিশ জুন দিব্যাঙ্গ ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…