নিরাপত্তার ঘেরাটোপেও সক্রিয় চোর-ডাকাত!!
অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচন কে সামনে রেখে গোটা রাজ্য কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তার মধ্যেও রাজ্যে সক্রিয় চোর-ডাকাত। বুধবার গভীর রাতেও ডাকাতির চেষ্টা হয় খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা নরেশ চক্রবর্তীর বাড়িতে। বাড়িতে গৃহপালিত কুকুর থাকায় এই যাত্রায় ডাকাতের হাত থেকে বেঁচে যায় নরেশ বাবু এবং তাঁর পরিবার। বড় লরি নিয়ে হাজির হয় ডাকাতের দল। প্রথম একজন এসে নরেশ বাবুর বাড়ির গেইট খোলার চেষ্টা করে। শব্দ পেয়ে বাড়িতে থাকা কুকুর প্রচন্ডভাবে ডাকতে থাকে। কুকুরের এই অস্বাভাবিক আচরণ শুনে ঘুম ভাঙে গৃহকর্তার। ঘুম থেকে ডেকে তুলেন পুত্রকে। লাইট জ্বালিয়ে ঘর থেকে বেরোতেই দ্রুত সরে যায়, এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে উঠে যায়। ঘোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অথচ, নরেশ বাবুর বাড়ির ১৫০ মিটারের মধ্যে রয়েছে পুলিশ আউট পোস্ট। এমনকি চৌদ্দ দেবতা মন্দিরের সামনে রাস্তায় এখন পুলিশ চেকিং পোস্ট বসানো হয়েছে। এত কিছুর মধ্যেও এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বড় ধরনের প্রশ্ন উঠেছে জন নিরাপত্তা নিয়েও। বৃহস্পতিবার সকালে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।