নির্বাচনি টুকিটাকি।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :::-রাহুলকে কটাক্ষ কঙ্গনার:-হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোমবার কঙ্গনা বলেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী গণতন্ত্রের সংজ্ঞাটাই জানে না।তিনি কোন গণতন্ত্রের কথা বলছেন,আমরা নির্বাচনে লড়ছি,এটাই হচ্ছে গণতন্ত্র। এদিন কঙ্গনা দাবি করেন হিমাচল প্রদেশের চারটি আসনেই জয়ী হবে বিজেপি।

রাজস্থানে আজ মোদি:- মঙ্গলবার রাজস্থানে ভোটের প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানের কাঠপুটলিতে মঙ্গলবার এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়পুর গ্রামীণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিংয়ের সমর্থনে আগামীকাল জনসভা করবেন মোদি। রাজস্থানে এই প্রথম লোকসভার প্রচার করতে আসছেন মোদি।

সিপিএমের ইস্তাহার ৪ এপ্রিল:-আগামী ৪ এপ্রিল সিপিএম তাদের ইস্তাহার প্রকাশ করবে।সোমবার দলের তরাফে এসংবাদ জানানো হয়েছে।উল্লেখ্য সিপিএম কেরল,পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বিহার, ঝাড়খণ্ড, আসাম, কর্ণাটক, আন্দামান, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা এবং ত্রিপুরায় জোটে লড়ছে।

ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ সাইনির:-হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি সোমবার ফের বিরোধী ইন্ডিয়া জোটকে আক্রমণ করে বলেছেন, তাদের জোটট গণতন্ত্র বাঁচানোর লড়াই করছে না, আদতে দুর্নীতিবাজদের বাঁচাতে এক জোট হয়েছে। তাদের এই জোট আসলে ঠগবন্ধন। সাইনি আর ও অভিযোগ করেন, বিরোধী জোটের দেশের উন্নয়ন নিয়ে কিংবা কোন লক্ষ্য নিয়ে মাথাব্যথা নেই।মূলত দুর্নীতিকে বাঁচানোই তাদের জোটের লক্ষ্য।

কংগ্রেসের ইস্তাহার ৫ এপ্রিল:-
কংগ্রেস তাদের ইস্তাহার প্রকাশ করবে আগামী পাঁচ এপ্রিল।দিল্লীর এআইসিসিতে এই ঘোষণাপত্র প্রকাশ করবে কংগ্রেস শীর্ষনেতৃত্ব।এর পরদিন কংগ্রেস বড়সড় সভা করবে জয়পুর এবং হায়দ্রাবাদে। কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সোমবার একথা জানান। জয়পুরের সভায় থাকবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।হায়দ্রাবাদের সভায় থাকবেন রাহুল গান্ধী। এছাড়া আগামী তেসরা এপ্রিল কংগ্রেস ‘ঘর ঘর গ্যারান্টি’ কর্মসূচি চালাবে।

বিজেপি-শিবসেনা-এনসিপির রফা শীঘ্রই:-মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা (শিণ্ডে), এনসিপি (অজিত পাওয়ার) জোটের নাম রাখা হয়েছে ‘মহায়ুতি’।এই জোটের মধ্যে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। খুব শীঘ্রই ত্রিদলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।মহারাষ্ট্রে দ্বিতীয় দফায় ভোট হবে বিধাও এবং মারাঠওয়াডা এলাকায়।ওই অঞ্চলে মোট আসন সংখ্যা আট।

দেশের পরিস্থিতি ভালো নয়: গেহলট:-রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট সোমবার দাবি করেছেন যে, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। দুই মুখ্যমন্ত্রীকে জেলে পোরা হয়েছে। একদিকে শাসক দল নির্বাচনি বন্ডের মাধ্যমে দেশকে লুটছে অন্যদিকে দুই মুখ্যমন্ত্রীকে দুর্নীতির দায়ে জেলে পোরেছে বিজেপি। কাজেই এতেই বোঝা যায় দেশের অবস্থা খুব খারাপ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

16 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

16 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago