নির্বাচনি টুকিটাকি!!
অনলাইন প্রতিনিধি :-রাহুলকে পাঁচটি প্রশ্ন, অবস্থান জানতে চান শাহ:-রায়বেরেলিতে ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে কেন্দ্রের প্রার্থী তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে পাঁচটি প্রশ্ন ছুড়ে দিয়ে এর জবাব চেয়েছেন।এ নিয়ে রাহুল গান্ধীকে তার বক্তব্য পরিষ্কার করারও কথা বলেন শ্রীশাহ।রামমন্দির,তিন তালাক, ইউনিফর্ম সিভিল কোড, মুসলিম পার্সোনাল ল, মূলত ইত্যাদি নিয়েই রাহুল গান্ধীর অবস্থান জানতে চান তিনি।
কেজরিওয়াল প্রচার করবেন উ: প্রদেশ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে::-আগামীকাল সোমবার থেকেই দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটের হয়ে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে তার প্রচার শুরু করবেন।এছাড়া আগামী ১৫ মে লখনৌ,১৬ মে জামসেদপুর এবং ১৭ মে মুম্বাইয়ে প্রচার করবেন শ্রী কেজরিওয়াল।
দলিত,উপজাতিরা বিজেপির দাস হবে: খাড়গে:-কংগ্রেস সভাপতি মল্লিল্লকার্জুন খাড়গে রবিবার বলেছেন, যদি দেশে তৃতীয়বারের মতো মোদি-শাহরা গদিতে বসে তাহলে গরিব, দলিত, উপজাতিরা তাদের ‘দাস’ হয়েই জীবন কাটাতে হবে। বিজেপি তাদের ‘দাস’ বানিয়ে ছাড়বে। সে জন্য তিনি গণতন্ত্র বাঁচাতে এবং সংবিধান বাঁচাতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিতে আবেদন জানান।
ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে দাবি শিবকুমারের:-
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রবিবার দাবি করেছেন দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবেই।তার মতে, বিজেপি এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না।কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেশে ক্ষমতায় আসছে।রাজ্যেও কংগ্রেস আশাতীত ফল করবে বলে এদিন জানান শ্রী শিবকুমার।
শ্রীনগরে লড়ছে না বিজেপি:-
জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনে বিজেপি লড়াই করছে না।এই কেন্দ্রে চব্বিশজন প্রার্থী রয়েছেন।জম্মু কাশ্মীরের তিনটি কেন্দ্রে বিজেপি লড়াই করছে না। শ্রীনগর কেন্দ্রে আগামীকাল, সোমবার ভোট।এতে মোট ভোটারের সংখ্যা ১৭.৪৮ লক্ষ।রাজ্য থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম জম্মু কাশ্মীরে ভোট হচ্ছে।
কালো দিন আসবে বিজেপিকে না হারালে: উদ্ধব::-শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে রবিবার বলেছেন যদি দেশে ফের বিজেপি ক্ষমতায় আসে তাহলে কালো দিন সমাগত। সুতরাং বিজেপিকে পরাস্ত করতে হবেই। তার দাবি দেশের মানুষ এবার দেশের ভাগ্য রচনা করতে যাচ্ছে। দেশের মানুষই ঠিক করবেন তারা কী চান। দেশ রক্ষা করতে তারা চান কি না।