নির্বাচনি টুকিটাকি!!

 নির্বাচনি টুকিটাকি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মোদি একনায়কতন্ত্রে বিশ্বাসী: খাড়গে::-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একনায়কতন্ত্রে বিশ্বাস করেন।তাই এবারের নির্বাচনে মানুষ তাকে সমুচিত শিক্ষা দেবে।এই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস নেতা শ্রীখাড়গে বলেন,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত শোরেন বিজেপির সাথে সমঝোতা করেনি বলে তাকে জেলে পুরেছে মোদি সরকার।তিনি বলেন,আমরা গণতন্ত্রে বিশ্বাসী।মোদি একনায়কন্ত্রে বিশ্বাসী।

রামও চাইছেন মোদি জিতুন: যোগী আদিত্যনাথ::- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে ফের সরকার গঠিত হবে।এমনকী ভগবান রামও তা চাইছেন। রাম চাইছেন তার একান্ত ভক্ত হিসাবে নরেন্দ্র মোদি ফের জিতুন।

ভোটব্যাঙ্কের ভয়, রামমন্দিরে যাননি রাহুল দাবি শাহের:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের সোমবার বলেছেন, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে রাহুল গান্ধী যোগ দেননি তাদের ভোটব্যাঙ্ক খোয়ানোর ভয়ে।মূলত ভেন্ডি বাজার ভোটব্যাঙ্কের ভয়েই রাহুল গান্ধী রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি।

রাহুল সত্যের পথে চলছেন মত প্রিয়াঙ্কার:-কংগ্রেস সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী সোমবার বলেছেন, রাহুল গান্ধী সত্যের পথে চলছেন।কখনই তার পথ থেকে তিনি বিচ্যুত হবেন না। প্রিয়াঙ্কা বলেন, যিনি সত্যের পথে থাকেন মানুষ তাকে শ্রদ্ধা করেন। সমাজে তার কথার গুরুত্ব দেন মানুষ।

কেজরি মিথ্যাবাদী অভিযোগ অনুরাগের:-কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার বলেছেন, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হচ্ছেন দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী।সারা দেশে মাত্র ২২ আসনে তারা লড়ছে অথচ দেশের মানুষের সামনে বড় বড় কথা বলছেন। দিল্লী এবং পাঞ্জাবের মানুষ তাদের উচিত শিক্ষা দেবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.