অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের দেয়া আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র।
আগামী এক মাসের মধ্যেই অমরপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অপারেশন থিয়েটার। যেখানে গর্ভবতী মায়েদের সিজারিয়ান ডেলিভারি করা যাবে।এই পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যে অমরপুর মহকুমা হাসপাতালে ব্যাপক প্রস্তুতি চলছে।
হাসওাতালে ইতিমধ্যে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন অজ্ঞানের চিকিৎসক দেওয়া হয়েছে।স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যেই মহকুমা হাসপাতালে আউটডোর পরিষেবা প্রদান করা শুরু করেছেন।
এই উপলক্ষে গত শুক্রবার মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কক্ষে বিধায়ক রঞ্জিত দাসের পৌরহিত্যে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাস সাহা,গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কমল রিয়াং,মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রসেনজিৎ সরকার সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আগামী এক মাসের মধ্যে অমরপুর মহকুমা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অমরপুর মহকুমা হাসপাতালটিকে ফ্রাস্ট রেফারেল হাসপাতালে পরিনত করার সর্ব সম্মত সিদ্ধান্ত রেজুলেসান আকারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। বৈঠক শেষে বিধায়ক, চেয়ারম্যান,সিএমও সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে সহ আনুষঙ্গিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য,২০১৮’র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তৎকালিন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব ও দলীয় প্রার্থী রঞ্জিত দাসের বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এটাও একটা ছিলো।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…