নির্বাচনের দিন ঘোষণার পরই পর্ষদের পরীক্ষা সূচি নির্ধারণ

 নির্বাচনের দিন ঘোষণার পরই পর্ষদের পরীক্ষা সূচি নির্ধারণ
এই খবর শেয়ার করুন (Share this news)

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৩ সালের পরীক্ষা সূচি ঘোষণা করা হবে রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর। এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে পর্যদের পরীক্ষা কমিটি সহ পাঠ্যসূচি ও শিক্ষা বিষয়ক কমিটি। উল্লিখিত কমিটি আরও সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৩ সালের পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে একটি পর্যায়ে (টার্ম)। ২০২১-২২ শিক্ষাবর্ষে কোভিড পরিস্থিতি জনিত কারণে পর্ষদের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দুই পর্যায়ে (টার্ম)অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর পর্যদের পরীক্ষা এবং পাঠ্যসূচি ও শিক্ষা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী শহর আগরতলার গোর্খাবস্তিস্থিত পর্ষদের মিলনায়তনে আয়োজিত হয়েছে এই সভা।সভায় উল্লিখিত সিদ্ধান্তের পাশাপাশি আরও কিছু বিষয় চূড়ান্ত করা হয়েছে।এ নিয়ে পর্যদের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিমূলে জানা গেছে,উল্লিখিত কমিটিগুলির বিভিন্ন সিদ্ধান্তের কথা। তাতে বলা হয়েছে সঙ্গীত ও বিভিন্ন পেশাগত বিষয় ছাড়া পর্ষদের ৭০ অথবা ৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য মোট তিন ঘণ্টা ১৫ মিনিট সময় মিলবে পরীক্ষার্থীদের।মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উভয় ক্ষেত্রেই প্রশ্নপত্র হবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ মূলত সঠিক প্রশ্নোত্তর বাছাই ভিত্তিক। ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি মান নম্বর থাকবে বিভিন্ন প্রশ্নোত্তরে জন্য।সঠিক উত্তর বাছাইভিত্তিক প্রশ্নোত্তরে পরীক্ষার্থীদের তরফে দেওয়া প্রথম উত্তরকেই গ্রাহ্য করা হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.