নির্বাচনে যাচ্ছে না টিসিএ
নির্ধারিত সময়ে টিসিএর নির্বাচন হচ্ছে না । টিসিএর সংবিধান মোতাবেক আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে টিসিএতে নির্বাচন হওয়ার কথা । কিন্তু টিসিএর বর্তমান কমিটি আপাতত নির্বাচনে যাচ্ছে না নির্ধারিত সময়ের নির্বাচন পিছিয়ে দিতে আগামী এগরো সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে টিসিএতে । এগারো সেপ্টেম্বর বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে হবে এই বিশেষ সাধারণ সভা । জানা গেছে , কুলিং অফ নিয়ে শীর্ষ আদালতে বিসিসিআইর মামলার পরিপ্রেক্ষিতে টিসিএ তাদের নির্বাচন পিছিয়ে দিতে চলছে । তবে টিসিএর নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়টি কতটা আইন ও সংবিধান মোতাবেক হচ্ছে তা হয়তো সময়েই বোঝা যাবে । জানা গেছে , মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্ধারিত সময়েই তাদের নির্বাচন করতে চলছে ।