নিলামে টাইটানিকের মেনুকার্ড!!

 নিলামে টাইটানিকের মেনুকার্ড!!
এই খবর শেয়ার করুন (Share this news)

১৯১২ সালে আটলান্টিক মহাসাগরের বুকে ডুবে যাওয়া বিশ্বের বিখ্যাত জাহাজ টাইটানিকের যাত্রীদের খাবারের মেনুকার্ড সম্প্রতি নিলামে তোলা হয়েছে।এর দাম উঠেছে ৮৩ হাজার পাউন্ড।একই সঙ্গে নিলামে উঠেছে ডুবে যাওয়া জাহাজের এক যাত্রীর ঘড়ি, কম্বল এবং একটি পতাকা। বিশেষজ্ঞদের দাবি, রাজকীয় খানার ওই মেন্যুকার্ডই সবচেয়ে বেশি দামে বিক্রি হবে।নিলামে উঠা সেই খাদ্য তালিকায় স্যামন, বিফ, স্কোয়াব, ডাক, চিকেন, পার্সনিপ পিউরি সহ রয়েছে ভিক্টোরিয়া পুডিং।এগুলো সবই রাজকীয় খাবার।কালের নিয়মে সাদা মেন্যুকার্ডে রং চটে লালছে হয়েছে।তবে প্রথম শ্রেণীর খাবারের নামগুলো পড়তে অসুবিধা নেই।কার্ডের ডান পাশে লেখা, এপ্রিল ১১, ১৯১২।উপরে একটি লাল পতাকা, তার মাঝে সাদা তারা।যা আসলে টাইটানিকের পতাকা। সেকালের বৃহত্তম জাহাজের অহংকারের প্রতীক।যে অহংকার চূর্ণ করে বিরাট হিমশৈল।আরএমএস টাইটানিক ডোবায় মৃত্যু হয়েছিল দেড় হাজার মানুষের।ঠিক যেমনটা দেখানো হয়েছিল জেমস ক্যামারন পরিচালিত,কেট উইন্সলেট ও লিওনার্দো দিক্যাপরিও অভিনীত ছবিতে।তথাপি যারা লাইফবোটে জায়গা করতে পেরেছিলেন,তারা বেঁচে গিয়েছিলেন।তেমনই কোনও যাত্রী টাইটানিক ছাড়ার আগে হয়তো একটি মেনুকার্ড স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.