Categories: দেশ

নিলামে বিক্রি হল প্রধানমন্ত্রীর ১২০০ উপহার সামগ্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রথমে কথা ছিল, ১৭ সেপ্টেম্বর তার জন্মদিন থেকেই নিলাম পর্ব শুরু হবে। শেষ হবে গান্ধী জয়ন্তীতে, ২ অক্টোবর। কিন্তু ক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা দেখে প্রধানমন্ত্রীর দপ্তর নিলামের শেষের তারিখ বাড়িয়ে করে ১২ অক্টোবর। বুধবার এই নিলাম শেষ হয়েছে বলে সরকারি ভাবে জানায় কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রাপ্ত উপহার সামগ্রী বিক্রি হয়েছে ১০০ থেকে ১ লক্ষ টাকা দামে।
গত ৮ বছরে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি বিভিন্ন সময়ে যত উপহার সামগ্রী পেয়েছেন, সেগুলি একত্রিত করে নিলামে তুলেছিল একযোগে প্রধানমন্ত্রীর (পিএমও) এবং সংস্কৃতি মন্ত্রক। উদ্দেশ্য ছিল, এই নিলাম থেকে যে অর্থ আয় হবে সরকারের তা গঙ্গা শোধন প্রকল্প নমামি গঙ্গে-তে খরচ করা হবে। উপহার সামগ্রীর মধ্যে ছিল, মৌলিক চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্প। এর মধ্যে বেশ কিছু জিনিস প্রথাগতভাবে উপহার হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী। যেমন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্র, শাল, পাগড়ি, তরোয়াল ইত্যাদি। প্রধানমন্ত্রীর পাওয়া ১২০০- র বেশি উপহার সামগ্রীর ‘লাইভ’ নিলাম শুরু হয়েছিল দুর্গা পুজোর বোধনের দিন থেকে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত pmmementos.gov. in ওয়েবসাইটে ‘লাইভ’ নিলাম পর্ব চলে। ঘড়ির কাঁটা ৬টা ছুঁতেই সংস্কৃতি মন্ত্রকের তরফে টুইট করে নিলামে ইতি ঘোষণা করা হয়। ই-নিলামে তোলা হবে এমন প্রধানমন্ত্রীর প্রাপ্ত উপহার সামগ্রীর মধ্যে একাংশ ১৭ সেপ্টেম্বর দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে প্রদর্শিত হয়। নিলাম প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ২০২২-এর কমনওয়েলথ গেমসে দেশের হয়ে যারা পদক পেয়েছেন, তাদের সবাইকে ডেকে সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারাও প্রধানমন্ত্রীকে বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছিলেন। এই নিলামে সেগুলি তোলা হয়েছিল। ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসে নীরজ চোপড়া যে জ্যাভলিন ব্যবহার করেছিলেন, সেটিও তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন। সেটি ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ২০২২-র কমনওয়েলথ গেমস মহিলা বক্সিংয়ে স্বর্ণপদক জয়ী নিখাত জারিন এবং আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন মহিলা ব্রোঞ্জ পদক জয়ী মনীথা মঈন এবং পারভীন হুডার অটোগ্রাফ সম্বলিত এক জোড়া লাল বক্সিং গ্লাভস (সঙ্গের ছবি) ১৬৯টি বিডের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর পাশাপাশি নিলামে বিক্রিত ক্রীড়া সরঞ্জামের মধ্যে ছিল ২০২২-র কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের তরফে প্রধানমন্ত্রীকে প্রদেয় উপহার সামগ্রী, ২০২২-র প্যারালিম্পিক গেমসের পদকজয়ীদের দেওয়া উপহার, ২০২২-র থমাস কাপে অংশগ্রহণকারীদের প্রদেয় উপহার ইত্যাদি। চলতি বছরের কমনওয়েলথ গেমসে ভারতের নাম আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে উজ্জ্বল করেছেন, এমন প্রত্যেক ক্রীড়াবিদ পদক জেতার পর প্রধানমন্ত্রীকে কোনও না কোনও দপ্তর স্মারক উপহার দিয়েছিলেন। সেগুলি সবই নিলামে তোলা হয়েছিল। ক্রীড়া সামগ্রীর নিলামের জন্য ছিল বিশেষ বিভাগ। আবার অন্য একটি বিভাগে নিলামে তোলা হয়েছিল, দেশ ও বিদেশে প্রধানমন্ত্রীর। প্রাপ্ত বিবিধ স্মারক উপহার। যেমন, ইন্ডিয়া গেটে গ্রানাইট পাথরের নেতাজি সুভাষ চন্দ্র বসুর ২৮ ফুটের মুর্তিটি যে ভাস্কর বানিয়েছেন, সেই অরুণ যোগীরাজ এপ্রিল মাসে তার একটি ছোট প্রতিরূপ মোদীকে উপহার দিয়েছিলেন। সেটিও অরুণ যোগীরাজ তৈরি করেছিলেন একটি মাত্র গ্রানাইট পাথর কেটে। সেটিও নিলামে বিক্রি হয়ে গিয়েছে। ই-নিলাম শুরুর আগের দিন, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর জি কিষাণ রেড্ডি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন, ভগবান গণেশের একটি মূর্তি, একটি ত্রিশূল, অযোধ্যায় নির্মীয়মাণ শ্রী রাম মন্দিরের মডেল এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিরূপী মডেল ই-নিলামের অংশ হবে। রামমন্দিরের মডেলটি নিলামে কিনেছেন। বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। রামজন্মভূমির মাটিও নিলামে তোলা হয়েছিল। সেটিও কিনেছেন কঙ্গনা। এটি ছিল মোদির পাওয়া উপহার সামগ্রীর তৃতীয় পর্বের নিলাম। এরপর হবে ই-নিলামের চতুর্থ পর্ব।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

2 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

2 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

4 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

4 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

4 hours ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

4 hours ago