Categories: দেশ

নিলামে বিক্রি হল প্রধানমন্ত্রীর ১২০০ উপহার সামগ্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রথমে কথা ছিল, ১৭ সেপ্টেম্বর তার জন্মদিন থেকেই নিলাম পর্ব শুরু হবে। শেষ হবে গান্ধী জয়ন্তীতে, ২ অক্টোবর। কিন্তু ক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা দেখে প্রধানমন্ত্রীর দপ্তর নিলামের শেষের তারিখ বাড়িয়ে করে ১২ অক্টোবর। বুধবার এই নিলাম শেষ হয়েছে বলে সরকারি ভাবে জানায় কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রাপ্ত উপহার সামগ্রী বিক্রি হয়েছে ১০০ থেকে ১ লক্ষ টাকা দামে।
গত ৮ বছরে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি বিভিন্ন সময়ে যত উপহার সামগ্রী পেয়েছেন, সেগুলি একত্রিত করে নিলামে তুলেছিল একযোগে প্রধানমন্ত্রীর (পিএমও) এবং সংস্কৃতি মন্ত্রক। উদ্দেশ্য ছিল, এই নিলাম থেকে যে অর্থ আয় হবে সরকারের তা গঙ্গা শোধন প্রকল্প নমামি গঙ্গে-তে খরচ করা হবে। উপহার সামগ্রীর মধ্যে ছিল, মৌলিক চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্প। এর মধ্যে বেশ কিছু জিনিস প্রথাগতভাবে উপহার হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী। যেমন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্র, শাল, পাগড়ি, তরোয়াল ইত্যাদি। প্রধানমন্ত্রীর পাওয়া ১২০০- র বেশি উপহার সামগ্রীর ‘লাইভ’ নিলাম শুরু হয়েছিল দুর্গা পুজোর বোধনের দিন থেকে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত pmmementos.gov. in ওয়েবসাইটে ‘লাইভ’ নিলাম পর্ব চলে। ঘড়ির কাঁটা ৬টা ছুঁতেই সংস্কৃতি মন্ত্রকের তরফে টুইট করে নিলামে ইতি ঘোষণা করা হয়। ই-নিলামে তোলা হবে এমন প্রধানমন্ত্রীর প্রাপ্ত উপহার সামগ্রীর মধ্যে একাংশ ১৭ সেপ্টেম্বর দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে প্রদর্শিত হয়। নিলাম প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ২০২২-এর কমনওয়েলথ গেমসে দেশের হয়ে যারা পদক পেয়েছেন, তাদের সবাইকে ডেকে সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারাও প্রধানমন্ত্রীকে বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছিলেন। এই নিলামে সেগুলি তোলা হয়েছিল। ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসে নীরজ চোপড়া যে জ্যাভলিন ব্যবহার করেছিলেন, সেটিও তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন। সেটি ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ২০২২-র কমনওয়েলথ গেমস মহিলা বক্সিংয়ে স্বর্ণপদক জয়ী নিখাত জারিন এবং আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন মহিলা ব্রোঞ্জ পদক জয়ী মনীথা মঈন এবং পারভীন হুডার অটোগ্রাফ সম্বলিত এক জোড়া লাল বক্সিং গ্লাভস (সঙ্গের ছবি) ১৬৯টি বিডের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর পাশাপাশি নিলামে বিক্রিত ক্রীড়া সরঞ্জামের মধ্যে ছিল ২০২২-র কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের তরফে প্রধানমন্ত্রীকে প্রদেয় উপহার সামগ্রী, ২০২২-র প্যারালিম্পিক গেমসের পদকজয়ীদের দেওয়া উপহার, ২০২২-র থমাস কাপে অংশগ্রহণকারীদের প্রদেয় উপহার ইত্যাদি। চলতি বছরের কমনওয়েলথ গেমসে ভারতের নাম আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে উজ্জ্বল করেছেন, এমন প্রত্যেক ক্রীড়াবিদ পদক জেতার পর প্রধানমন্ত্রীকে কোনও না কোনও দপ্তর স্মারক উপহার দিয়েছিলেন। সেগুলি সবই নিলামে তোলা হয়েছিল। ক্রীড়া সামগ্রীর নিলামের জন্য ছিল বিশেষ বিভাগ। আবার অন্য একটি বিভাগে নিলামে তোলা হয়েছিল, দেশ ও বিদেশে প্রধানমন্ত্রীর। প্রাপ্ত বিবিধ স্মারক উপহার। যেমন, ইন্ডিয়া গেটে গ্রানাইট পাথরের নেতাজি সুভাষ চন্দ্র বসুর ২৮ ফুটের মুর্তিটি যে ভাস্কর বানিয়েছেন, সেই অরুণ যোগীরাজ এপ্রিল মাসে তার একটি ছোট প্রতিরূপ মোদীকে উপহার দিয়েছিলেন। সেটিও অরুণ যোগীরাজ তৈরি করেছিলেন একটি মাত্র গ্রানাইট পাথর কেটে। সেটিও নিলামে বিক্রি হয়ে গিয়েছে। ই-নিলাম শুরুর আগের দিন, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর জি কিষাণ রেড্ডি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন, ভগবান গণেশের একটি মূর্তি, একটি ত্রিশূল, অযোধ্যায় নির্মীয়মাণ শ্রী রাম মন্দিরের মডেল এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিরূপী মডেল ই-নিলামের অংশ হবে। রামমন্দিরের মডেলটি নিলামে কিনেছেন। বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। রামজন্মভূমির মাটিও নিলামে তোলা হয়েছিল। সেটিও কিনেছেন কঙ্গনা। এটি ছিল মোদির পাওয়া উপহার সামগ্রীর তৃতীয় পর্বের নিলাম। এরপর হবে ই-নিলামের চতুর্থ পর্ব।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

16 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago