নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি!!
দৈনিক সংবাদ অনলাইন: মঙ্গলবার বাধারঘাটস্থিত নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি রেলস্টেশনটি পরিদর্শন করে সেখানে যারা স্থানীয় ইঞ্জিনিয়ার সহ এই কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে এই রেল লাইন প্রোজেক্ট অনেকাংশেই সহযোগিতা করবে।