নিষ্ক্রিয় ট্রাফিক যানজটে নাকাল রাজধানী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- এক সময়ের বিভিন্ন মেলা আয়োজনের সাক্ষী রাজধানীর চিলড্রেন্স পার্ক। কালক্রমে মেলার আয়োজন হাপানিয়ার ফেয়ার গ্রাউন্ডে সরে গেলেও তার স্মৃতি ও আমেজ আজও সবুজ রাজধানীবাসীর মনে। সে কারণেই আজও শহরের বুকে বিভিন্ন মেলার আয়োজনে মেতে ওঠে জনগণ। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ছোট বড় আয়োজনের সাথে সাথে তার পারিপার্শ্বিক রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজটের সমস্যা। অভিযোগ, যানজটের কারণে জনগণ নাকাল হলেও তা সামাল দিতে দেখা মিলছে না ট্রাফিক কর্মীদের। বিশেষ করে সন্ধ্যা ঘনাতেই শহরের কেন্দ্রস্থলে মেলা প্রাঙ্গণের সামনে পথচারীদের যানজটের চরম দুর্ভোগ পোহাতে হলেও আশ্চর্যজনকভাবে তা নজর এড়িয়ে যাচ্ছে ট্রাফিক দপ্তরের। বিশেষ করে যত্রতত্র মা দাঁড়ানো গাড়ি, টমটম এবং রিকশার কারণে তীব্র হচ্ছে যানজট। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে যানজটে আবদ্ধ হয়ে তিতিবিরক্ত অবস্থা সাধারণ জনগণ এবং অফিসফেরত কর্মীদের।
এদিকে, শহরের মূল রাস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে দপ্তর নানান সময় লোক দেখানো অভিযান চললেও সেই সব অভিযান থেকে ব্রাত্য ধলেশ্বর, – রামনগর এবং জয়নগর সহ পারিপার্শ্বিক এলাকা এবং তার অন্তর্গত বিভিন্ন গলিপথ। এহেন অবস্থায় ধলেশ্বরের এক নিবাসী জানান, বিভিন্ন ছোট বড় যানবাহন পার্কিংয়ের জেরে প্রায়শ অবরুদ্ধ হয়ে পড়ছে এলাকার বিভিন্ন গলিপথ। এর জেরে অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ। বিপদের সময় আটকে যেতে পারে আপৎকালীন যানও। এদিন প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে অতিসত্বর সরু গলিপথে করা পার্কিংয়ের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলেন তারা।
এদিকে, মাস কয়েক আগে ঘটা করে শহরের বিভিন্ন রাস্তা বিভক্ত করা হয় পার্কিং এবং নো পার্কিং জোনে। কিন্তু সব এলাকায় সুস্পষ্ট চিহ্নিতকরণ এবং নিয়মিত তদারকির অভাবে জনমন থেকে বিস্মৃত বিভিন্ন পার্কিংয়ের স্থান। যত্রতত্র পার্কিংয়ের ফলে মূল রাস্তা সহ রাজধানীর পারিপার্শ্বিক বিভিন্ন রাস্তায় প্রতিনিয়ত যানজট থেকে মুক্তি দিতে প্রয়োজন নিয়মিত প্রশাসনিক তদারকি সহ বেআইনি পার্কিং বিরোধী অভিযান বলে দাবি তোলেন শহরবাসী।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

20 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

20 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

20 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

20 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago