নিষ্ফলা বৈঠক থেকে ফিরেই একলা চলোর বার্তা প্রদ্যোতের

এই খবর শেয়ার করুন (Share this news)

নিজের সিদ্ধান্তে অনড় তিপ্ৰা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ শুক্রবার রাজ্যে ফিরে আসেন। টানা তিনদিন তিনি শাসক বিজেপির ডাকে সাড়া দিয়ে দিল্লীতে একাধিক বৈঠকে অংশ নেন বিজেপি নেতৃত্বের সাথে। কিন্তু কোনও ধরনের সুরাহা বাদেই এ দিন রাজ্যে ফিরে আরও একবার তার অবস্থান স্পষ্ট করলেন মথা সুপ্রিমো। জানিয়ে দিলেন, এ যাত্রায় অন্তত লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনও ধরণের আপোষ করবেন না তিনি ।দুপুরে বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদ্যোত বলেন, শুরু থেকেই তিপ্রাসাদের কোনও অবস্থাতেই তিনি প্রতারিত করবেন না বলে জানিয়ে আসছিলেন। তিনি জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে বরাবরের মতোই আন্দোলন জারি রাখতে চান।এদিক থেকে যারাই তাকে লিখিত প্রতিশ্রুতি দেবে তাদের সাথেই তিনি একসুরে কথা বলবেন। কিন্তু প্রতিশ্রুতি না মিলাতেই এ দিন তিনি রাজ্যে ফিরে কড়া ভাষায় জানিয়ে দিলেন, ‘জিতেগা তো জিতেগা, হারেগা তো হারেগা। লেকিন ইসবার ওয়ান লাস্ট ফাইট তো জরুর করেঙ্গে হাম ৷মথা সুপ্রিমো বলেন, প্রতিবারই নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলিকে ডেকে নিয়ে কেন্দ্র থেকে নানা টোপ দেবার চেষ্টা করা হয়। কিন্তু এবার নিজের অবস্থান থেকে কোনও অবস্থাতেই সরে দাঁড়ালেন না তিনি। বললেন,এর আগেও ঠিক একই কায়দায় আইপিএফটিকে তিপ্রাল্যাণ্ডের প্রতিশ্রুতি দেয় শাসক শিবির। কিন্তু গত পাঁচ বছরে এর কোনও ফল দেখা যায়নি।এ কারণেই লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনও প্রতিশ্রুতিতেই বিশ্বাস করতে চায় না তিপ্ৰা মথা। প্রয়োজনে একলা চলো নীতি মেনে নিয়েই নির্বাচনি ময়দানে তার দল ঝাঁপাতে প্রস্তুত বলে জানিয়ে দেন তিনি।যতদূর খবর, রাজ্যে এসে শাসক শরিক আইপিএফটির সাথেও একটি গোপন বৈঠক করেন বুবাগ্রা। সবকিছু ঠিকঠাক থাকলে বৈঠক শেষে রাতের মধ্যেই বেশ কিছু আসনে পাকা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে তার দল। মথা সূত্রে ‘ জানা গিয়েছে শনিবার পুরোপুরিভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তিপ্রা মথা। অন্যদিকে সামাজিক মাধ্যমে বুবাগ্রার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, যারা তাকে লিখিত প্রতিশ্রুতি দেয়নি,বরং তাদের বিরুদ্ধেই জয় হাসিল করে দেখাবে’ তিপ্ৰা মথা। এমনকী এককভাবে তার দল যে শুধুমাত্র পাহাড়ে সীমাবদ্ধ না থেকে সমতলেও ঝাঁপিয়ে পড়বে তাও স্পষ্ট করলেন। বললেন, কম করেও চল্লিশ আসনের কাছাকাছি প্রার্থী দিতে চলেছে তারপর দল।

Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

6 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

8 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

8 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

9 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

9 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

10 hours ago