নিয়ম ভেঙে আইএএস পদে প্রমোশনের উদ্যোগ ঘিরে ক্ষোভ!!
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্র এবং রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী টিসিএস এবং নন-টিসিএস থেকে আইএএস পদে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।এতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নন-টিসিএ ক্যাডার পদে কর্মরত অফিসারদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক টিসিএস এবং নন-টিসিএস পদ থেকে আইএএস পদে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোটা নির্ধারণ করা আছে।টিসিএস থেকে ৮৫ শতাংশ এবং নন-টিসিএস থেকে ১৫ শতাংশ।এই নিয়ম মেনেই আইএএস পদে প্রমোশন দিতে হবে।প্রতি বছর এই গাইডলাইন মেনেই
প্রমোশন দেওয়া হয়েছে। কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে ২০২২ সালের প্রমোশন প্রক্রিয়া নিয়ে।মহাকরণের একটি সূত্র থেকে জানা গেছে,২০২২ সালে দুইজন আইএএস পদে প্রমোশন পাওয়ার কথা।গাইডলাইন মোতাবেক এই দু’জনের মধ্যে একজন হওয়ার কথা টিসিএস ক্যাডার থেকে অন্যজন নন-টিসিএস ক্যাডার থেকে।অভিযোগ, এবার সেই গাইডলাইন অমান্য করে টিসিএস ক্যাডার থেকেই আইএএস পদে প্রমোশনের জন্য দু’জনের নাম পাঠানো হয়েছে।এই ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে নন-টিসিএস প্রার্থীকে।বিষয়টি সামনে আসতেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত নন-টিসিএস অফিসারদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।খবর নিয়ে জানা গেছে,রাজ্য সরকারের আরডি দপ্তরে কর্মরত অফিসাররা (ইঞ্জিনীয়ার) বিষয়টি নিয়ে একপ্রস্থ বৈঠক করেছেন।বৈঠকে অফিসাররা রাজ্য সরকারের এই নিয়ম বহির্ভূত কার্যকলাপ এবং বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন।
জানা গেছে,রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের অফিসাররাও বিষয়টি নিয়ে শীঘ্রই বৈঠকে বসবেন এবং আগামী কর্মসূচি নির্ধারণ করবেন।প্রশ্ন উঠেছে,রাজ্য সরকার কীভাবে নন-টিসিএস কোটাকে টিসিএস কোটায় পরিবর্তন করলো?এর পেছনে কে বা কারা রয়েছে এ নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে।এই নিয়ে এখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে পূর্ত দপ্তর, শিল্প ও বাণিজ্য, আরডি দপ্তরে কর্মরত অফিসারদের মধ্যে ব্যাপক গুঞ্জন ও ক্ষোভ তৈরি হয়েছে।