নীতি আয়োগের বৈঠকে আট বিষয়ে আলোকপাত মুখ্যমন্ত্রীর

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-নীতি আয়োগের বৈঠকে রাজ্যের সার্বিক উন্নয়নের রূপরেখা মেলে ধরেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নয়াদিল্লী সফর শেষ করে সোমবার রাজ্যে ফিরে এসে এ মর্মে জানালেন মুখ্যমন্ত্রী ৷ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০৪৭ সাল পর্যন্ত উন্নয়নের রোডম্যাপ কী হবে তা আগেই চূড়ান্ত করে নিয়েছিল রাজ্য সরকার। এই রূপরেখা অনুসারেই নীতি আয়োগের বৈঠকে আটটি বিষয় তুলে ধরা হয়েছে। তাতে রাজ্যের শিল্প কাঠামোর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মহিলা ক্ষমতায়ন, স্বাস্থ্য কাঠামোর উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের কথা দিল্লীর দরবারে মেলে ধরা হয়েছে।মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেছেন, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি পর্যটন ক্ষেত্রের উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেমন শিল্পের সম্ভাবনা উজ্জ্বল করছে, নতুন দিশা দেখাচ্ছে পর্যটন ক্ষেত্রকেও। স্বাস্থ্যক্ষেত্রের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রচুর রোগী এ রাজ্যে চিকিৎসা পরিষেবা নেয়।এক্ষেত্রেও রাজ্যের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।আগামীতে রাজ্য সরকারের ত্রিপুরা মেডিক্যাল ট্যুরিজম পলিসি চালু করার বিষয়টিও মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে মেলে ধরেছেন।রাজ্যের শিল্পের বিকাশে খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, চা, বাঁশভিত্তিক শিল্প, হস্তশিল্প, কৃষি ও উদ্যান ফসলভিত্তিক অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গুরুত্ব দেওয়ার কথাও দিল্লীর নজরে নেওয়া হয় । মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার তার মূলধনী ব্যয় ২০২০-২১ এর ৮৩৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২২-২৩ বছরে ২২০০ কোটি টাকা করা হয়েছে।তিনি জানান, আসন্ন নর্থ-ইস্ট গ্লোবাল ইনভেস্টস সামিট ২০২৩ এর প্রাক্কালে রাজ্য সরকার ডোনার মন্ত্রকের সাথে মিলে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাকে খতিয়ে দেখতে একটি গোল টেবিল সম্মেলন করেছে।এই সম্মেলনের ফলে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে ৩৩৮.০০ কোটি টাকা মূল্যের মৌ স্বাক্ষরিত হয়েছে।শিল্পোন্নয়নের জন্য দুই হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে।তাছাড়া রাজ্যের পনেরোটি শিল্পনগরীর উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও ঋণ দিতে রাজি হয়েছে। বিমানযাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার এভিয়েশন টার্বাইন ফিউল-এ এক শতাংশ ভ্যাট কমিয়ে আনার কথাও বৈঠকে মুখ্যমন্ত্রী তুলে ধরেন।তিনি জানান,বিমান পরিষেবাকে উৎসাহ দিতে রাজ্য সরকার বার্ষিক চৌদ্দ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।মুখ্যমন্ত্রী জানান, বিজনেস রিফর্মস অ্যাকশন ল্যান (বিআরএপি) ২০২০-র রিপোর্টে ত্রিপুরাকে বাণিজ্যিক ক্ষেত্রে প্রগতিশীল শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।তিনি প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পে রাজ্যের অগ্রগতির কথা বৈঠকে তুলে ধরে জানান, এই প্রকল্প ১০১.১৯ কোটি টাকা মূল্যের আটটি প্রকল্প চিহ্নিত করে অর্থ মঞ্জুরির জন্য ভারত সরকারের ডিপার্টমেন্ট অব ইণ্ডাস্ট্রি অ্যাও ইন্টারনেল ট্রেডের (ডিপিআইআইটি) কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে চারটি প্রকল্পের জন্য পঁয়ত্রিশ কোটি টাকা ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীন বায় দপ্তরের মঞ্জুরি পাওয়া গেছে।এছাড়াও তিনি দ্য ত্রিপুরা ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি ২০২২ -এর কথাও বৈঠকে উল্লেখ করেন। নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আয়োজিত মুখ্যমন্ত্রীদের কনক্লেভেও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা অংশ নেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যে তেরোটি পয়েন্টের উপর কনক্লেভে আলোচনা হয়েছে তার মুখ্য বিষয়গুলি তুলে ধরেন।মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (আরবান) ছয় মাসের হিসাব অনুযায়ী রাজ্যের সাফল্য ৭৩ শতাংশ। মোট ৮২,২১৭টির বেশি ঘরের অনুমোদন দেওয়া হয়েছিল, এর মধ্যে ৫৭ হাজার ৪০টি ঘর নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) রাজ্যের সাফল্যের হার ৯১.১১ শতাংশ। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা। মোট ১ লক্ষ ৭৯ হাজার৯৮৯জন সুবিধাভোগী উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এই সাফল্যের জন্য প্রশংসাও মিলেছে।বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের শিরোপাও জুটেছে। মুখ্যমন্ত্রী বলেন, জল জীবন মিশনে রাজ্যের সাফল্যের হার ৬২.১৪ শতাংশ।আগামী ডিসেম্বর,২০২৩ -এর মধ্যে বাকি কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আয়ুষ্মান ভারত প্রকল্পে ১৪.৬২ শতাংশ সফলতা অর্জন করেছে রাজ্য। পিএম গ্রাম সড়ক যোজনায় ৮৮ শতাংশ এবং পিএম জীবনজ্যোতি প্রকল্পে ৮১ শতাংশ সফলতা অর্জিত হয়েছে। কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যে ২ লক্ষ ৪৭ হাজার কৃষক উপকৃত হয়েছেন। এক্ষেত্রে সাফল্যের হার ৯৮ শতাংশ। বৈঠকে জিএসটি সংগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব জেকে সিন্হা এবং সচিব ড. পি কে চক্রবর্তী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডা. সাহা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন। তিনি জানান, এই ভবন নির্মাণে রাজস্থানের পাথর, মহারাষ্ট্রের কাঠ,উত্তরপ্রদেশের কার্পেট এবং ত্রিপুরার বাঁশের টাইলস ব্যবহৃত হয়েছে।রাজ্যবাসীর জন্য তা গর্বের বিষয় বলেও মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেছেন।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

16 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

16 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

17 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago