নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে ‘ফ্রন্ট রানার স্টেট’ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই ‘ফ্রন্ট রানার স্টেট’ বলতে যা বোঝায়, তা হলো কোনও রাজ্য কোনও বিশেষ ক্ষেত্রে অন্য রাজ্যগুলির চেয়ে এগিয়ে আছে বা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।উল্লেখ্য,একটি দেশের এবং রাজ্যের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের সূচক কীভাবে নির্ধারিত হবে? তার জন্য নীতি আয়োগ ১৭টি প্যারামিটার বেধে দিয়েছে। বিষয়টি অনেকটা পরীক্ষার উত্তরপত্রে নম্বর পাওয়ার মতো। নীতি আয়োগের ১৭টি প্যারামিটারে অথবা বিষয়ে যে রাজ্য যত বেশি নম্বর অর্জন করতে পারবে, সেই রাজ্যের উন্নয়নের সূচক সেইভাবেই বিবেচিত হবে। এই ১৭টি বিষয়ের মধ্যে প্রতিটি ক্ষেত্রে নীতি আয়োগ ১০০ নম্বর করে নির্ধারণ করেছে। এই ১০০ নম্বরকে নীতি আয়োেগ চারটি ধাপে ভাগ করেছে। যেমন ০ থেকে ৪৯ হচ্ছে বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য আকাঙক্ষা রাখে এমন রাজ্য। ৫০ থেকে ৬৪ হচ্ছে উচ্চাকাঙক্ষী রাজ্য যে লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালো কাজ করে যাচ্ছে।তৃতীয় ৬৫ থেকে ৯৯ হচ্ছে ফ্রন্ট রানার স্টেট অর্থাৎ উন্নয়নের দৌড়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্য রাজ্যগুলির চেয়ে এগিয়ে থাকা রাজ্য বা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এমন রাজ্য। ত্রিপুরা এখন তৃতীয় ধাপে রয়েছে। চতুর্থ হচ্ছে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পাওয়া লক্ষ্য অর্জনকারী রাজ্য বা অগ্রণী রাজ্য। নীতি আয়োগের নির্ধারিত ১৭টি বিষয়ে ত্রিপুরার গড়ে প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৭১। এই সাফল্যের বিষয়ে রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমাদের টার্গেটন যত দ্রুত সম্ভব লক্ষ্য অর্জনকারী রাজ্য হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়েই আমর রাতদিন কাজ করে চলেছি। মূল লক্ষ্যে পৌঁছানে পর্যন্ত আমরা থামছি না।
এখন প্রশ্ন হচ্ছে নীতি আয়োগের প্যারামিটার বা বিষয়গুলি কি?সেটা জানা দরকার। প্রথমে রয়েছে ‘দারিদ্র বিলোপ’।এ ক্ষেত্রে ত্রিপুরা পেয়েছে ১০০-এর মধ্যে ৭১।দ্বিতীয় ক্ষুধা মুক্তি, ত্রিপুরার নম্বর ১০০-এর মধ্যে ৬৩। এভাবে ‘সুস্বাস্থ্য ও কল্যাণ’-ত্রিপুরার নম্বর ১০০-এর মধ্যে ৭৯। ‘দায়িত্বশীল ভোগ ও উৎপাদন’ ত্রিপুরার নম্বর ১০০-এর মধ্যে ১০০। ‘মানসম্মত শিক্ষা’- এই ক্ষেত্রে ত্রিপুরার নম্বর ১০০-এর মধ্যে ৫২। ‘নারী-পুরুষের সমতা’ এই ক্ষেত্রে ত্রিপুরার নম্বর ১০০-এর মধ্যে ৪৫। ‘পরিষ্কার পানীয় জল ও শৌচ ব্যবস্থা’ এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৮২।’ইকো সিস্টেম লাইফ অন ল্যান্ড’ এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৯৫।’গ্রীন এনার্জি’- ১০০-এর মধ্যে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ৭৪। ‘সম্মানজনক কাজ ও অর্থনৈতিক উন্নয়ন’-এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৭৪।
‘অসমতা হ্রাস করা’- এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর হচ্ছে ১০০-এর মধ্যে ৭৭। ‘শিল্প পরিকাঠামো ও নতুন নতুন উদ্ভাবন- এই ক্ষেত্রে ত্রিপুরা এখনও অনেকটা পিছিয়ে রয়েছে।এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে মাত্র ৩৯। ‘টেকসই নগর ও সমাজ’ এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৮০। ‘জলবায়ু কার্যক্রম’ এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৫১। ‘শান্তি ও ন্যায় বিচার কার্যক্রম প্রতিষ্ঠান’- এই ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ৮২। সব মিলিয়ে গড়ে ৭১ নম্বর।
২০১৮ সালে নীতি আয়োগের রিপোের্ট মোতাবেক ত্রিপুরা ছিল ১ম ধাপে। অর্থাৎ বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে চলেছে এমন রাজ্যের তালিকায়। তখন ত্রিপুরার সার্বিক উন্নয়নের গড় নম্বর ছিল ৫৫। ২০১৯-২০ অর্থবর্ষে প্রকাশিত রিপোর্টে ত্রিপুরা গড় নম্বরে কিছুটা উন্নত করলেও (প্রাপ্ত নম্বর ছিল ৫৮) একই অবস্থানে ছিল। ২০২০-২১ অর্থবর্ষে প্রকাশিত রিপোর্টে ত্রিপুরা গড়ে ৬৫ নম্বর অর্জন করে তৃতীয় ধাপে পৌঁছায়। অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে
ত্রিপুরা অন্য রাজ্যগুলির চেয়ে এগিয়ে যায়। যাকে ‘ফ্রন্ট রানার স্টেট’ হিসাবে বিবেচিত করা হয়।২০২৩-২৪ অর্থবছরে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে ত্রিপুরা অনেকটাই এগিয়ে গেছে। গড় প্রাপ্ত নম্বর ৭১। শুধু তাই নয়, দুইটি ক্ষেত্রে ত্রিপুরা ছোট রাজ্য হয়েও দেশের মধ্যে এখন প্রথম রাজ্য। ওই দুইটি ক্ষেত্র হলো, এক ‘দায়িত্বশীল ভোগ ও উৎপাদন’ এবং ‘ইকো সিস্টেম লাইফ অন ল্যান্ড’।
প্রকাশিত রিপোর্ট মোতাবেক, ১৭টি প্যারামিটারের মধ্যে গোয়া তিনটি ক্ষেত্র দেশের প্রথম। ত্রিপুরা ২টি ক্ষেত্রে, কেরালা ২টি ক্ষেত্রে, গুজরাট ২টি ক্ষেত্রে, মহারাষ্ট্র ১টি ক্ষেত্রে, তামিলনাড়ু ১টি ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশ ১টি ক্ষেত্রে, হিমাচল প্রদেশ ১টি ক্ষেত্রে, নাগাল্যান্ড ১টি ক্ষেত্রে, সিকিম ১টি ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম। ত্রিপুরার নিচে রয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি রাজ্য। মন্ত্রী শ্রীনাথ বলেন, নীতি আয়োগের এই সর্বশেষ রিপোর্ট থেকেই স্পষ্ট, ছোট রাজ্য হয়েও দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছুতে ত্রিপুরা দ্রুত এগিয়ে যাচ্ছে।

Dainik Digital

Recent Posts

দলের প্রতিষ্ঠাদিবসে সিপিএম কংগ্রেসকে তুলোধোনো বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে…

2 mins ago

প্রজন্ম বদল!!

ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…

21 mins ago

অ্যাসিড হামলা বিজেপি নেতা সঞ্জয় কুমারের মেয়ের গায়ে!!

অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…

28 mins ago

ট্রেনে ভয়াবহ আগুন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…

33 mins ago

ক্যাব বুকিং পরিষেবা নেই বিমানবন্দরে!!

অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…

2 hours ago

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

1 day ago