ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
নীল পাখি সরিয়ে এল ‘এক্স’।

বদলে গেল টুইটারের নাম। এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান ইলন মাস্ক টুইটারের নয়া নামকরণ করেছেন এক্স। এর ফলে টুইটারের আইকনিক নীল পাখির জায়গায় এ বার দেখা যাবে ইংরেজির ‘এক্স’ অক্ষরটি। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে এই নয়া লোগোর উন্মোচন করেন মাস্ক। সোশাল মিডিয়া জায়ান্টের অফিসিয়াল অ্যাকাউন্টে এখন থেকেই দেখা যাচ্ছে এক্স লোগো। ধীরে ধীরে সবার অ্যাকাউন্ট থেকে পরিচিত নীল পাখি সরে গিয়ে এসে গিয়েছে ‘এক্স’ লোগো। আগেই মাস্ক বলেছিলেন যে, তিনি “টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায়” দিতে চলেছেন। উল্লেখ্য, অক্টোবরে এই কোম্পানি কেনার পর থেকে এখানে পরপর বেশ কিছু পরিবর্তন এনেছেন ইলন মাস্ক।এই কোম্পানি তার ব্যবসার নাম পরিবর্তন করে এক্স কর্প করেছে। চিনের উইচ্যাট ও নিউইয়র্ক পোস্টের মতো নিজের কোম্পানিকে একটি সুপার অ্যাপ হিসেবে তুলে ধরতে চান ইলন মাস্ক । মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক একের পর এক বদল করেই চলেছেন।এই আবহে গতকালই এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছিলেন, ‘শীঘ্রই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব।’ ভেরিফিকেশনের ক্ষেত্রে আগেই টাকা নেওয়া চালু করেছিল টুইটার। এদিকে সদ্য আরও এক বদল এসেছে টুইটারে। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে টুইটারে নির্দিষ্ট সংখ্যার বেশি টুইট দেখা যাবে না। ভেরিফা- য়েড অ্যাকাউন্ট হলে দৈনিক ৬০০০ টুইট দেখা বা পড়া যাবে।এদিকে আনভেরিফায়েড অ্যাকাউন্ট দিনে মাত্র ৬০০টি টুইট পড়তে বা দেখতে পারবে।