Categories: বিদেশ

নুডলস দিয়ে রাস্তার গর্ত মেরামতি ‘প্রতিবাদীর’

এই খবর শেয়ার করুন (Share this news)

একেই বুঝি বলে ব্রিটিশ মানসিকতা! এক আজব প্রতিবাদ। রাস্তায় খানাখন্দ দেখলে আমাদের কিছুই মনে হয় না।কারণ আমাদের গা-সওয়া হয়ে গেছে। কিন্তু ব্রিটেনের নাগরিক তা বরদাস্ত করবেন কেন! অনেক দিন ধরেই যখন দেখলেন স্থানীয় পৌর কর্তৃপক্ষ রাস্তা সারাই করছে না, শেষ পর্যন্ত প্রতিবাদে নুডলস দিয়ে রাস্তার গর্ত বোজালেন মার্ক মোরেল নামে এক প্রৌঢ়।তিনি আবার পেশায় সাইক্লিস্ট।মার্ক বলেছেন, ব্রিটেনে রাস্তায় খানাখন্দ দশ বছর আগেও কল্পনা করা যেত, না, কিন্তু ইদানীং রাস্তায় গর্তের সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে পথচারীদের পাশাপাশি তার মতো সাইকেল আরোহীরা বেশি বিপদে পড়ছেন।প্রতিবাদ হিসাবেই নুডলস দিয়ে গর্ত বুজিয়েছেন তিনি।ঘটনা হল, দূষণ কমাতে ব্রিটেনের রাস্তায় সাইকেল চালিয়ে কর্মস্থলে পৌঁছানোর রেওয়াজ আছে। কিন্তু রাস্তায় খানাখন্দ নিয়ে কর্তৃপক্ষ উদাসীন, অতএব মার্ক মোরেলের মতো বহু সাইকেল আরোহীর সাইকেল চালানো দায়।তবে মার্ক মোরেল অনেক দিন ধরেই অভিনব সব কায়দায় রাস্তার গর্ত বুজিয়ে চলেছেন।ইতিমধ্যে ব্রিটেনের সমাজমাধ্যমে তার আর এক নাম হয়ে গেছে ‘মিস্টার পটহোল’ ।তিনি নিজেকে বলেন, ‘স্বঘোষিত গর্ত বোজানো মানুষ’। এর আগেও মার্ক মোরেল নানারকম কার্যকলাপের মাধ্যমে প্রশাসনকে রাস্তার গর্ত বোজানোর বার্তা দিতে চেয়েছেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।কাজ হয়নি মানে প্রশাসনের হুঁশ ফেরেনি।মোরেল তাই এবার রাস্তার গর্ত বোজাতে বেছে নিলেন খাওয়ার নুডলস। এই প্রতিবাদ কর্মসূচির জন্য তিনি ব্রিটেনের এক জনপ্রিয় নুডলস কোম্পানির সঙ্গে জোট বেঁধেছেন। ব্যাঙ্গের সুরে তার মন্তব্য, রাস্তা সমান করতে নুডলসই সবচেয়ে ভাল উপাদান। মিস্টার পটহোলের আশা এর ফলে হয়তো প্রশাসন রাস্তার গর্ত বোজানোর ক্ষেত্রে উদ্যোগী হবে।হ্যাশট্যাগ ব্যবহার করে ব্রিটেন জুড়ে গর্তের সংখ্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যত পথে নেমেছেন এই সাইক্লিস্ট। ব্রিটেনের সংবাদমাধ্যমকে মোরেল বলেছেন, ‘ব্রিটেন জুড়ে রাস্তায় গর্তের সংকট এখন ক্রমবর্ধমান গুরুতর সমস্যা। এই সংকটের প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমি গত বছর ধরে নানা ভাবে প্রচার চালিয়ে যাচ্ছি।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

20 hours ago