নেই নজরদারি, দুর্ঘটনায় প্রাণ গেলো আরও দুই যুবকের।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-যানজট মুক্ত রাখতে এবং শহর উন্নয়নে নির্মাণ করা হয়েছিল উড়ালপুল।যে কোনও আধুনিক শহরে উড়ালপুল একটি অতি আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অঙ্গ। কিন্তু আগরতলা শাহরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঠিক নজরদারি না থাকা এবং উদাসীন মনোভাবের কারণে, সেই উড়ালপুল ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে চললেও প্রশাসন ও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। কোনও ঘটনা ঘটার পর দুই একদিন কিছু দৌড়ঝাঁপ চলে।এরপর আবার যে কে সেই অবস্থা।রবিবার রাতেও আরও একটা ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল আগরতলা স্মার্ট সিটির উড়ালপুল। একটি পালসার বাইক ও একটি নম্বরবিহীন গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী দুই যুবকের। সংঘর্ষ
এতটাই তীব্র ছিল যে, পালসার বাইকটি দুমড়েমুচড়ে যায়। মৃত দুই যুবকের মধ্যে একজন শ্রীনগর থানাধীন আনন্দনগর নিবাসী বিশ্বজিৎ পাল (২৫), আরেকজন খয়েরপুর বলদাখাল মধ্য চাম্পামুড়ার সুবীর দাস (২২)। দুজনই বন্ধু। মৃত বিশ্বজিৎ পালের পিতার বক্তব্য থেকে জানা গেছে, ছেলেকে নতুন স্কুটি কিনে দিয়েছিলেন।সেই স্কুটি যাত্রা করাতে তিন বন্ধু উদয়পুর মাতা বাড়িতে যায়। স্কুটি যাত্রা করিয়ে ফেরার পথে সিদ্ধি আশ্রম এলাকায় আরেক বন্ধুর বাড়িতে যায়। সেখানে তারা রাতে খাওয়াদাওয়া করে। খাওয়াদাওয়া সেরে তিন বন্ধু বাইক ও স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল। স্কুটি চালাচ্ছিল এক বন্ধু, বাইকে ছিল দুজন। উড়ালপুলে ওঠার কিছুক্ষণ পরেই মিলন সংঘ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।তখন উল্টোদিক থেকে একটি নম্বরবিহীন প্রাইভেট কার উড়ালপুল দিয়ে ড্রপগেটের দিকে যাচ্ছিল।দুর্ঘটনার পর দেখা যায় গাড়িটি রঙ সাইডে উড়ালপুলের দেওয়ালের দিকে লেগে আছে। দুর্ঘটনার পর স্কুটিতে থাকা যুবকই তাদের বাড়িতে খবর দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে নম্বরবিহীন গাড়িটি কার? চালকই বা কে? পুলিশ তদন্ত করছে বলে খবর।এদিকে উড়ালপুল নিয়ে বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ শোনা যাচ্ছে। স্মার্টসিটি আগরতলার এই উড়ালপুলে কোথাও কোনও সিসি ক্যামেরা নেই। উড়ালপুলে উঠা এবং নামা, কোনও দিকেই সিসি ক্যামেরা নেই।এই উড়ালপুল এখন নেশাখোরদের নিরাপদ জায়গা।রাত নয়টার পর থেকেই উড়ালপুলে গাড়ি, বাইক থামিয়ে মদের আসর চলতে থাকে।গাড়ির ভিতর চলে জম্পেশ মদের ফোয়ারা। শুধু তাই নয়, উড়ালপুল হয়ে উঠেছে সেলফি পয়েন্ট। দিন-রাতে গাড়ি, বাইক, স্কুটি থামিয়ে চলতে থাকে সেলফি তোলা, ছবি তোলার কাজ। এই সব ব্যাপারে কোনও নজরদারি নেই। উড়ালপুলে এসবই নিত্য ছবি। আর গতির কথা বলে লাভ নেই। সকাল থেকে রাত পর্যন্ত উড়ালপুলে কোনও নজরদারি তো দূরের কথা, একজন ট্রাফিক পুলিশ পর্যন্ত দেখা যায় না। রাতে অনেক সময় দেখা যায় উড়ালপুলে ভারী পণ্যবাহী লরি চলাচল করতে।বাধা দেওয়া বা নজরদারির কোনও ব্যবস্থা নেই।সকলেই ঘটনার পর বিবৃতি ও দুঃখ প্রকাশ করে দায়িত্ব সারছে। এক্ষুণি কঠোর নজরদারির ব্যবস্থা না করলে ভবিষ্যতে আরও ভয়ানক ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীদিনে এমনও দেখা যেতে পারে, বাইক ও চলন্ত গাড়ি উড়ালপুল থেকে ছিটকে পার্শ্ববর্তী বাড়িঘরে গিয়ে পড়ছে।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

6 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

13 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

15 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

15 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

15 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

16 hours ago