নেতাজী জন্ম জয়ন্তীর প্রস্তুতি!!
অনলাইন প্রতিনিধি :-২৩ জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র,যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন।প্রতিবছরই এই মহান নেতার জন্মদিন গোটা দেশ জুড়ে পালিত হয় অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সাথে।তারই অঙ্গ হিসাবে প্রতিবছর নেতাজীর জন্মদিনে রাজধানী আগরতলার বনেদী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ বিদ্যা নিকেতনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী শোভাযাত্রার আয়োজন করা হয়। নেতাজীর জন্মদিনে নেতাজী স্কুলের ছাত্র ছাত্রীদের এই শোভাযাত্রা ঘিরে শহরবাসীর মধ্যে একটা অন্যরকম অনুভূতি এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রতিবছর।এদিন সকাল থেকেই শত শত মানুষ একেবারে আট থেকে আশি সকলেই জড়ো হয় রাস্তার পাশে ওই ঐতিহ্যবাহী শোভাযাত্রা দেখার জন্য। সেই শোভা যাত্রার প্রস্তুতি চলছে এখন জোর কদমে।