অনলাইন প্রতিনিধি :-আগরতলা শহরে যানবাহনের পার্কিং সমস্যা মেটাতে এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় আন্ডারগ্রাউন্ড পার্কিং প্লেস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই আন্ডার গ্রাউন্ড (মাটির নীচে)পার্কিং প্লেস নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে রাজধানীর বনেদী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের খেলার মাঠ।এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অথবা প্রধান শিক্ষকের নো অবজেকশন (এনওসি)সার্টিফিকেট এবং অনুমতি চেয়ে গত বছরের চার নভেম্বর চিঠি দিয়েছেন আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব।07/Mice/Div-III/AMC/2020- 21(Shadow)/1015-1021এই সেহা মূলে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন পুর কমিশনার শ্রী যাদব।চিঠিতে বলা হয়েছে, আগরতলা শহরে ক্রমবর্ধমান পার্কিং সমস্যা সমাধানে স্কুলের বর্তমান খেলার মাঠটিকে কোনও ক্ষতি না করে, মাঠের মাটির নীচে একটি আধুনিক পার্কিং প্লেস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যাতে থাকবে ধরনের আধুনিক সুযোগ সুবিধা।শুধু তাই নয়,
এই প্রকল্পে খেলার মাঠটিকে নানাভাবে সাজিয়ে তোলা হবে।মাঠে সবুজ ঘাস, এপ্রোচ রোড,আধুনিক জল নিষ্কাষণ ব্যবস্থা,স্কুলের বাউণ্ডারি ওয়াল ইত্যাদি নির্মাণ করা হবে।চিঠিতে আরও বলা হয়েছে,এই প্রকল্প বাস্তবায়নে শুধু শহরে পার্কিং সমস্যায় নয়, এর থেকে রাজস্ব আয়ও হবে।গত বছর নভেম্বর মাসে এই চিঠি দেওয়া হলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।এরপরই বিষয়টি নিয়ে জল ঘোলা হতে শুরু করে।কিছু কিছু মহল থেকে পুর নিগমের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে।তারই অঙ্গ হিসেবে বুধবার স্কুলের প্রাক্তন ও বর্তমান একাংশ ছাত্র এবং নেতাজী স্কুলের এলামনির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।তাদের বক্তব্য, স্কুলের খেলার মাঠে তারা কিছুতেই পার্কিং প্লেস নির্মাণ করতে দেবেন না। প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।এদিকে,এই আপত্তি নিয়েও কয়েকটি মহলে প্রশ্ন উঠেছে।কেন না,স্কুলের খেলার মাঠের কোনও ক্ষতি না করে যদি আন্ডার গ্রাউন্ড আধুনিক পার্কিং প্লেস (স্টেশন) গড়ে তোলা হয়, তাতে সমস্যা হওয়ার কথা নয়।বরং চিঠিতে যেসব পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে,সেগুলি যদি সঠিকভাবে রূপায়ণ করা হয় তাহলে ওই এলাকার সৌন্দর্য এবং খেলার মাঠেরও উন্নতি সাধন হবে।মাঠে খেলাধুলার পাশাপাশি অন্য সব ধরনের কর্মসূচি পালনে কোনও সমস্যা হওয়ার কথা নয়।অন্যদিকে,এই প্রকল্প নির্মাণ নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে কথা বললে তিনি জানান,আগরতলা শহরের জন্য এটি একটি ভালো উদ্যোগ।
আমরা রাজ্য শিক্ষা দপ্তর এবং স্কুল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রেখেছি।আশা করি শিক্ষা দপ্তর এবং স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে অনুমোদন দেবে।মেয়র আরও জানান,স্কুল মাঠের কোনও ক্ষতি করা হবে না।এর জন্য খেলাধুলা বা স্কুলের কোনও কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হবে না।বরং খেলার মাঠটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, সেটিকে উন্নত করা হবে। পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে মাটির অনেকটা নীচে। এতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা যেমন থাকবে তেমনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অধিক গুরুত্ব দেওয়া হবে।ফলে কোনও সমস্যা
হওয়ার কথা নয়।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…