নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

 নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা করে চলছে সরকার। মুখ্যমন্ত্রী থেকে শুরু বিজেপির নেতামন্ত্রীরা কিছুদিন পরপরই শীঘ্রই গ্রুপ ডি পদে অফার ছাড়া হবে বলে প্রচার করে চললেও বাস্তবে গ্রুপ ডি পদের জন্য নির্বাচিতদের চাকরির অফার ও পোস্টিং দেওয়া হচ্ছে না। গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বছরের পর বছর টালবাহানায় চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।চাকরি প্রদান নিয়ে সরকারের ধারাবাহিক টালবাহানায় নির্বাচিত চাকরি প্রার্থীদের মধ্যে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাদের অভিযোগ, সরকার চাকরি প্রদানে যত দেরি করছে চাকরি করার সময়সীমা থেকে ততদিন কমে যাচ্ছে। বহু নির্বাচিত চাকরি প্রার্থীর বয়সসীমা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তারা চাকরি পেলে ২৫ বছর চাকরি করতে পারবেন না। এতে পূর্ণ পেনশনের সুযোগ সহ বিভিন্ন সযোগ থেকে বঞ্চিত হবেন চাকরিপ্রার্থীরা। এমনিতেই সরকার পাঁচ বছরের জন্য ফিক্সড পে-বেতনে চাকরি দেওয়ায় কর্মচারীরা পাঁচ বছরে আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাবি উঠেছে জেআরবিটির মাধ্যমে পরীক্ষা নিয়ে চাকরি প্রদানকারীদের চাকরিতে যোগদানের দিন থেকেই যেন নিয়মিত পদে নিযুক্তি দিয়ে নিয়মিত বেতন প্রদান করতে। বিজেপির ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতিমতো চাকরির প্রথম দিন থেকেই সব ধরনের চাকরি নিয়মিত পদে ও নিয়মিত স্কেলে চাকরি দিতে বেকার মহল ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে। এদিকে জেআরবিটির পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা দিয়ে নির্বাচিত হওয়া প্রার্থীদের অভিযোগ, ২০২০ সালের ডিসেম্বর মাসে জেআরবিটি গ্রুপ ডি পদে লোক নিয়োগের নোটিফিকেশন জারি করে। সে অনুযায়ী চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করেন। গ্রুপ ডি পদের জন্য জেআরবিটি লিখিত পরীক্ষা নেয় ২০২১ সালের আগষ্ট মাসে। ২০২৩ সালে নেওয়া হয় পার্সনেলিটি টেস্ট (মৌখিক পরীক্ষা)। গ্রুপ ডি পদের চাকরিপ্রার্থীদের আন্দোলনের চাপে পড়ে সরকার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করে। দীর্ঘ চার বছরের নানা টানাপোড়েনের পর আন্দোলনের চাপে পড়ে শেষপর্যন্ত চাকরি প্রত্যাশিদের মধ্য থেকে চাকরির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও পাঁচ মাস ধরে তাদের অফার ও পোস্টিং দেওয়া হচ্ছে না। নেতা-মন্ত্রীরা বারবার শীঘ্রই চাকরিগুলি ছেড়ে দেওয়া হবে বলে প্রচার করলেও বাস্তবে গ্রুপ ডি পদে অফার ছাড়া হচ্ছে না। সরকারের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাকরির জন্য নির্বাচিতদের পক্ষ থেকে দাবি উঠেছে শীঘ্রই যেন তাদের নিয়মিত বেতনক্রম ও নিয়মিত পদে তাদের চাকরি দেওয়া হয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.