নেতা-মন্ত্রীদের ভাষণেই উন্নয়ন?

 নেতা-মন্ত্রীদের ভাষণেই উন্নয়ন?
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-একদিকে রাজ্য সরকার দাবি করছে পাহাড় থেকে সমতল সব জায়গাতেই চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। বিশেষ করে জনজাতি এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে সরকার বলিষ্ঠভাবে কাজ করে চলেছে বলে বারবার দাবি সামনে আসছে। তবে এমনও বেশ কিছু জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে যেগুলোতে সরকারি আবাস যোজনার ঘর থেকে শুরু করে বিভিন্ন সরকারি সহায়তা থেকে বঞ্চিত অধিকাংশ পরিবার। এইরকমই একটি জনপদ হচ্ছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সংসদীয় ক্ষেত্র কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরা পাড়া এলাকা। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারি অধিকাংশ পরিবার গুলির অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় প্রায় শতাধিক পরিবারের উপর বসবাস হলেও উক্ত এলাকায় অধিকাংশ জনজাতি পরিবার গুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত কিংবা দেওয়া হয়নি বলা যেতে পারে, জঙ্গল থেকে ছন এবং বাঁশ সংগ্রহ করে ঘর তৈরি করে বসবাস করে চলছে অধিকাংশ পরিবার দীর্ঘদিন ধরে। এছাড়াও রয়েছে যোগাযোগ থেকে শুরু করে পানীয় জলের সমস্যা। জীবিকা নির্বাহের কথা প্রসঙ্গে জানা যায় সংশ্লিষ্ট এলাকার প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষই জুম চাষ কিংবা বনের লতাপাতা কুড়িয়ে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে চলছে ।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী অধিকাংশ পরিবার গুলি থেকে দাবি উঠতে শুরু করেছে তাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে ক্ষেত্রে বর্তমান সরকার কৃপা দৃষ্টি প্রদান করুক।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.