নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।
প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৮:০৭ মিনিটে জাজারকোট জেলায় আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.২। এর তিন মিনিট পরেই সন্ধ্যা ৮:১০ মিনিটে,পরবর্তী ভূমিকম্পটি হয় যার মাত্রা ৫.৫ ছিল। এই ভূমিকম্পে শুধু নেপালের বিস্তীর্ণ অংশই নয়, দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি দিল্লি-এনসিআর-এর পাশাপাশি উত্তরপ্রদেশের গোরক্ষপুর, বিহারের পাটনার মতো অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উত্তর ভারতের বাসিন্দারা ভালোই কম্পন অনুভব করেছেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি পরিষেবা বিভাগকে সতর্ক রাখা হয়েছে।