নেশার কড়ালগ্রাসে প্রাণ গেল তরুণ ইঞ্জিনিয়ারের !
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তেলিয়ামুড়া করইলং এলাকার এক ইঞ্জিনিয়ার যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা’কে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তেলিয়ামুড়া করইলং এলাকার শান্তি পাড়ার বাসিন্দা তপন দাসের পুত্র তুষার দাস গত চার দিন আগে আগরতলায় বাধারঘাট তার পিসির বাড়িতে বেড়াতে যায়। রবিবার সকালে পিসির বাড়িতেই বন্ধ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পিসির বাড়ির লোকেরা তাঁকে আগরতলা কোনও হাসপাতালে না নিয়ে তেলিয়ামুড়া বাড়িতে পাঠিয়ে দেয়। তাদের বক্তব্য তুষারের স্বাভাবিক মৃত্যু হয়েছে। অথচ, বাড়িতে দেহ নিয়ে যাওয়ার পর দেখা যায় মৃতদেহে রক্তের দাগ ও ক্ষত চিহ্ন রয়েছে। তুষারের বাবা ছেলের মৃত্যু কিভাবে হয়েছে জানার জন্য, তাঁর মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসেন। খবর যায় পুলিশে। পুলিশ এসে এই ব্যপারে তদন্ত শুরু করে। পরে পুলিশ জানায়, তুষার ড্রাগ আসক্ত ছিলো। ময়না তদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ কি?
এদিকে, এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় আমতলী থানার পুলিশ তাদের এক আত্মীয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবরের পেয়ে সোমবার তুষারের বাবা তপন দাস আমতলী থানায় এসে জানান তাঁর কোন অভিযোগ নেই। তিনি আমতলি থানায় গিয়ে দাবী করেন তাঁর ছেলের মৃত্যু হৃদরোগে হয়েছে। এর জন্য কেউ দায়ী নয়। এতে ভাগ্নে বা অন্য কারুর প্রতি তাঁর কোন ধরনের সন্দেহ নেই। তিনি চান পুলিশ যেন ভাগ্নেকে ছেড়ে দেন। কেননা তারা সবাই মিলে ছেলেকে সুস্থ করতে চেয়েছিল। ছেলে নেশাশক্ত ছিল। তাঁর থেকেই মৃত্যু হয়েছে বলে জানান পিতা তপন দাস।