নেশা মুক্তির নামে ভয়ংকর ব্যবসা!!!
দৈনিক সংবাদ অনলাইন।। আগরতলা ইন্দ্রনগরস্থিত নিউ জীবন জ্যোতি নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে ভয়ংকর সব অভিযোগ উঠেছে। নেশা মুক্তির নামে খুলে বসেছে মানুষ মারার ব্যবসা! এই সব মারাত্মক অভিযোগ তুলেছে অভিভাবক এবং নেশা থেকে মুক্তির জন্য যারা এখানে এসেছে তাদের। গতকাল মঙ্গলবার এই নেশা মুক্তি কেন্দ্রের আবাসিক দুজন ছেলেকে প্রচন্ড মারধোর করার কারনে তাদের কে জিবিতে ভর্তি করতে হয়েছে।
তাদেরকে নেশা মুক্তি সেন্টারের ইনচার্জ ও সেখানকার কর্মীরা গুরুতরভাবে মারধর করেছে বলে অভিযোগ। এই খবর প্রকাশ্যে আসতেই এদিন সন্ধ্যায় নেশা মুক্তি কেন্দ্রে বাকি ছেলেদের মা-বাবারা আসেন খোঁজ খবর নিতে। তারা এসে দেখতে পান, যে তাদের ছেলেদেরও গুরুতরভাবে মারধর করা হয়েছে।।। পুলিশ আশায় ইনচার্জ পালিয়ে যায় নেশা মুক্তি কেন্দ্র থেকে। এই ঘটনায় নেশা মুক্তি কেন্দ্রে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যপক ক্ষোভ তৈরি হয় অভিভাবকদের মধ্যে। এই ব্যপারে তদন্ত ও কঠোর ব্যবস্হা গ্রহণের দাবি উঠেছে।