নেশা সামগ্রী সহ আটক চার!!
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুদ্ধমন্দির এলাকায় একটি অটো থেকে নেশা সামগ্রী সহ চারজনকে আটক করে এনসিসি থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয় অটোটিকেও।
ঘটনার বিবরণে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ.কুমার.কে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটি গোপন খবরের ভিত্তিতে বুদ্ধমন্দির এলাকায় অভিযান চালায় এনসিসি থানার পুলিশ। অভিযানে একটি অটো গাড়ি থেকে চালক সহ মোট চার জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৮ টি সাবানের কেইসে প্রায় ৯৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আটককৃত চারজনের মধ্যে ৩ জনের বাড়ি বিহারে এবং একজনের বাড়ি রাজধানীর খেজুর বাগান এলাকায়। তাদের চার জনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে বলে জানান তিনি।