ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৫!!

অনলাইন প্রতিনিধি :-অত্যধিক ভিড়ের চাপে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃতদের মধ্যে ১০ জন মহিলা, ৩ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। কুম্ভমেলা যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে ভিড় উপচে পড়ে। তিল ধারণের জায়গা ছিল না। কুম্ভমেলা যাওয়ার দুটি ট্রেন দেরি করে। ফলেই ভীড় বেড়ে যায়১৪ ও ১৫ নম্বরে। ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।