ঠিক মতো শীত পড়ার আগেই ফের ঠান্ডার আগমনে বাধা। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে বাড়ছে
শক্তি, ধেয়ে আসছে উপকূলে। সোমবার ভোর সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকে তা ধীরে ধীরে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু
করেছে। মঙ্গলবার সন্ধ্যার পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ের নাম ‘মন্দৌস’। আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। এরপর সেটি ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে
যাবে। তবে আদ নিম্নচাপটি মাটিতে
আছড়ে পড়বে অর্থাৎ ল্যান্ডফল হবে
কি না তা এখনও নিশ্চিত নয় বলে
জানিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস।
সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন তার নাম হয়ে যাবে মন্দৌস। মন্দৌস
নামটি আরব আমিরশাহির দেওয়া।
আরবি ভাষায় ‘মন্দৌস’ শব্দের অর্থ
‘গয়নার বাক্স’। তবে শীতের মরসুমে
ঘূর্ণঝড়রূপী এই ‘গয়নার বাক্স’
খোলা হলে তা যে অশুভ ছাড়া শুভ
কিছু না তা নিয়ে আবহবিদ মহলে
কোনও সংশয় নেই। বিশ্ব আবহাওয়া
দফতরের নির্দেশ মতো, কোনও
ঘূর্ণিঝড় সেই সমুদ্র সন্নিষ্ট এক-একটি
দেশ ক্রমাপর্যায়ক্রমে সেই ঘূর্ণিঝড়ের
নামকরণ করে। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তবেই এই নাম
কার্যকর হবে। দিল্লির মৌসম ভবন
সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব
বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর
নিম্নচাপ বুধবার অর্থাৎ ৮ ডিসেম্বর
ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখনও
পর্যন্ত আবহবিজ্ঞানীদের অনুমান,
তামিলনাডু়
, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির
উপকূলবর্তী এলাকাগুলিতেই এই
ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে। ৮
ডিসেম্বর ১৩টিজেলা এবং ৯ ডিসেম্বর
১২টি জেলায় কমলা সতর্কতা জারি
করেছে। যে জেলাগুলিতে ভারী
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলির
মধ্যে রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম,
তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট।
চেন্নাইয়ের হাওয়া অফিসের ডেপুটি
ডিরেক্টর-জেনারেল এস বালাচন্দ্রন
বলেন, ‘৭ থেকে ৯ ডিসেম্বর
পর্যন্ত তামিলনাডু়
, পুদুচেরি এবং
কারাইকালের বেশির ভাগ জায়গায়
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…