নয়া করোনার খোঁজ, ছড়াবে বাদুড় থেকে।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও অভিযোগ এনেছে যে, চিনের উহানের গবেষণাগার থেকে ‘লিক’ হয়েছে বলে আদতে বিশ্বকে এই ভাইরাস ‘উপহার’ দিয়েছে চিন।.
বেজিং অবশ্য জোরাল ভাষায় আমেরিকার এই অভিযোগ খণ্ডন করেছে।সে যাই হোক, এবার চিনের প্রখ্যাত ভাইরোলজিস্ট,গোটা বিশ্বের কোষ-বিজ্ঞানী মহলে যিনি ‘ব্যাটউওম্যান’ নামে পরিচিত,সেই শি জেংলি খুঁজে পেয়েছেন প্রায় করোনার (সার্স-কভ-২) মতো আরেকটি ভাইরাস, যেটি বহন করছে বাদুড়েরা।সেই সঙ্গে চিনা বিজ্ঞানী জানিয়েছেন,চিনের গুয়াংঝাউ ল্যাবরেটরিতে আবিষ্কৃত
এইচকেইউ৫-কভ-২’ নামের এই ভাইরাসও বাদুড়ের দেহ থেকে মানবশরীরে সংক্রমিত হতে পারে,
যেমনটি হয়েছিল করোনাভাইরাস।ড.
জেংলির নেতৃত্বাধীন ভাইরোলজিস্ট ও কোষবিজ্ঞানীদের করা এই গবেষণাটি সেল সায়েন্টিফিক জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে।স্বভাবতই নতুন এই ভাইরাস নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে।কারণ,করোনাভাইরাসের
দুঃসহ স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ২০২০ এবং ২০২১ সাল,দুটি বছর সামান্য একটি ভাইরাস তথা অর্ধজীবের দাপটে কার্যত স্তব্ধ হয়েভগেছিল গোটা দুনিয়া।প্রাণ গেছিল বহু মানুষের। কার্যত রুদ্ধ হয়ে গেছিল অর্থনীতি। সেই অতিমারি পর্ব কাটিয়ে ছন্দে ফিরেছে সকলে।এই আবহে নতুন বছরের শুরুতে নতুন এক করোনাভাইরাসের হদিশ পাওয়া গেছে বলে চিনা বিজ্ঞানীদের দাবির ফলে ফের করোনা আতঙ্ক দানা বেঁধেছে।ড. জেংলির আবিষ্কৃত নতুন করোনাভাইরাস ঠিক কী? চিনা গবেষকরা জানিয়েছেন, তারা নতুন একটি ‘ব্যাট করোনাভাইরাস’ খুঁজে পেয়েছেন। যা বাদুড় থেকে ছড়াবে।
যার জেরে আক্রান্ত হতে পারে মানুষও। চিনা সংবাদমাধ্যমে প্রকাশ, বাদুড়ের থেকে এই ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে মানবদেহে। তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি, আরও গবেষণা প্রয়োজন। গবেষকরা জানাচ্ছেন, বনাঞ্চলে প্রচুর করোনাভাইরাস রয়েছে, তার মধ্যে সামান্য কয়েকটিই মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। কতটা বিপজ্জনক এই ‘এইচকেইউ৫-কভ-২’?চিনা গবেষকরা জানিয়েছেন, এখনই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, তারা যা জেনেছেন তা হলো, এই নয়া ভাইরাস সার্স-কভ-২-এর মতো মতো মানুষের দেহকোষে সহজে প্রবেশ করে না। গবেষণাপত্রে বলা হয়েছে, ‘এইচকেইউ৫-কভ-২’ মূলত ‘এইচকেইউ৫’ গোত্রের ভাইরাস, যা করোনারই বংশজাত। হংকং-এর জাপানি পিপিস্ট্রেল প্রজাতির বাদুড়ের দেহে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল।
এটি মেরবেকোভাইরাস সাবজেনাস’ থেকে এসেছে। এর মধ্যে সেই ভাইরাসও রয়েছে যা মূলত মধ্যপ্রাচ্যের শ্বাসকষ্ট বা রেসপিরেটরি সিন্ড্রোম (মার্স) সৃষ্টি করে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সাসপেন্ড ১২ জন আপ বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…

37 mins ago

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

1 hour ago

প্রতিবেশী সম্পর্ক!!

'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…

2 hours ago

রাত তিনটায় সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টার।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…

3 hours ago

নিয়োগ দুর্নীতিতে সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঘুমে সরকার।।

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…

3 hours ago

ঋণ প্রদানে ব্যাঙ্কের আরও সরলীকরণ চাই: রাজ্যপাল!!

অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কগুলিকে ইতিবাচক হতে হবে।ঋণ প্রদান করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে সহজ ও…

3 hours ago