নয়া করোনার খোঁজ, ছড়াবে বাদুড় থেকে।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও অভিযোগ এনেছে যে, চিনের উহানের গবেষণাগার থেকে ‘লিক’ হয়েছে বলে আদতে বিশ্বকে এই ভাইরাস ‘উপহার’ দিয়েছে চিন।.
বেজিং অবশ্য জোরাল ভাষায় আমেরিকার এই অভিযোগ খণ্ডন করেছে।সে যাই হোক, এবার চিনের প্রখ্যাত ভাইরোলজিস্ট,গোটা বিশ্বের কোষ-বিজ্ঞানী মহলে যিনি ‘ব্যাটউওম্যান’ নামে পরিচিত,সেই শি জেংলি খুঁজে পেয়েছেন প্রায় করোনার (সার্স-কভ-২) মতো আরেকটি ভাইরাস, যেটি বহন করছে বাদুড়েরা।সেই সঙ্গে চিনা বিজ্ঞানী জানিয়েছেন,চিনের গুয়াংঝাউ ল্যাবরেটরিতে আবিষ্কৃত
এইচকেইউ৫-কভ-২’ নামের এই ভাইরাসও বাদুড়ের দেহ থেকে মানবশরীরে সংক্রমিত হতে পারে,
যেমনটি হয়েছিল করোনাভাইরাস।ড.
জেংলির নেতৃত্বাধীন ভাইরোলজিস্ট ও কোষবিজ্ঞানীদের করা এই গবেষণাটি সেল সায়েন্টিফিক জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে।স্বভাবতই নতুন এই ভাইরাস নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে।কারণ,করোনাভাইরাসের
দুঃসহ স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ২০২০ এবং ২০২১ সাল,দুটি বছর সামান্য একটি ভাইরাস তথা অর্ধজীবের দাপটে কার্যত স্তব্ধ হয়েভগেছিল গোটা দুনিয়া।প্রাণ গেছিল বহু মানুষের। কার্যত রুদ্ধ হয়ে গেছিল অর্থনীতি। সেই অতিমারি পর্ব কাটিয়ে ছন্দে ফিরেছে সকলে।এই আবহে নতুন বছরের শুরুতে নতুন এক করোনাভাইরাসের হদিশ পাওয়া গেছে বলে চিনা বিজ্ঞানীদের দাবির ফলে ফের করোনা আতঙ্ক দানা বেঁধেছে।ড. জেংলির আবিষ্কৃত নতুন করোনাভাইরাস ঠিক কী? চিনা গবেষকরা জানিয়েছেন, তারা নতুন একটি ‘ব্যাট করোনাভাইরাস’ খুঁজে পেয়েছেন। যা বাদুড় থেকে ছড়াবে।
যার জেরে আক্রান্ত হতে পারে মানুষও। চিনা সংবাদমাধ্যমে প্রকাশ, বাদুড়ের থেকে এই ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে মানবদেহে। তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি, আরও গবেষণা প্রয়োজন। গবেষকরা জানাচ্ছেন, বনাঞ্চলে প্রচুর করোনাভাইরাস রয়েছে, তার মধ্যে সামান্য কয়েকটিই মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। কতটা বিপজ্জনক এই ‘এইচকেইউ৫-কভ-২’?চিনা গবেষকরা জানিয়েছেন, এখনই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, তারা যা জেনেছেন তা হলো, এই নয়া ভাইরাস সার্স-কভ-২-এর মতো মতো মানুষের দেহকোষে সহজে প্রবেশ করে না। গবেষণাপত্রে বলা হয়েছে, ‘এইচকেইউ৫-কভ-২’ মূলত ‘এইচকেইউ৫’ গোত্রের ভাইরাস, যা করোনারই বংশজাত। হংকং-এর জাপানি পিপিস্ট্রেল প্রজাতির বাদুড়ের দেহে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল।
এটি মেরবেকোভাইরাস সাবজেনাস’ থেকে এসেছে। এর মধ্যে সেই ভাইরাসও রয়েছে যা মূলত মধ্যপ্রাচ্যের শ্বাসকষ্ট বা রেসপিরেটরি সিন্ড্রোম (মার্স) সৃষ্টি করে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অশান্ত কাঠমান্ডু,

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তপ্ত নেপাল৷ আগুন জ্বলছে রাজধানী কাঠমাণ্ডুতে৷ বাড়ি, ঘর, দোকান,হাসপাতালে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা।শুক্রবার…

11 hours ago

লাশ আর লাশ, মৃত্যুসংখ্যা ৭০০ ছুলো আহতের সংখ্যা ১০০০!!

অনলাইন প্রতিনিধি :- যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই ধ্বংসের ছবি, মৃতদেহের পর মৃতদেহ। ভেঙে পড়ে রয়েছে…

13 hours ago

রেকর্ড উৎপাদন, মন্ত্রী-বিধায়কদের আলু, চাল প্রদান কৃষিমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি:- এ বছর রাজ্যে রেকর্ড আলুর উৎপাদন হয়েছে। উপহার স্বরূপ কৃষিমন্ত্রী রতনলাল নাথ শুক্রবার…

14 hours ago

মাছের ঘাটতি কমাতে অ্যাকুয়া পার্ক: মৎস্যমন্ত্রী

অনলাইন প্রতিনিধি :- রাজ্যে প্রতি বছর মাথাপিছু ২৭.৮৩ কেজি মাছ খাওয়া হয়। তাই স্বাভাবিক ভাবেই…

14 hours ago

ময়নাতদন্তের মৃতদেহ নিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পরিবার!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের স্টেট সিভিল রেফারেল হাসপাতাল আইজিএমের চিকিৎসা পরিষেবার অপ্রতুলতায় যে রোগীরা দুর্ভোগ…

14 hours ago

বিধানসভায় বিশাল জমি দুর্নীতির তথ্য ফাঁস করলেন কং- বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি:- শুক্রবার রাজ্য বিধানসভায় বড় ধরনের জমি দুর্নীতির তথ্য ফাঁস করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

14 hours ago