অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও অভিযোগ এনেছে যে, চিনের উহানের গবেষণাগার থেকে ‘লিক’ হয়েছে বলে আদতে বিশ্বকে এই ভাইরাস ‘উপহার’ দিয়েছে চিন।.
বেজিং অবশ্য জোরাল ভাষায় আমেরিকার এই অভিযোগ খণ্ডন করেছে।সে যাই হোক, এবার চিনের প্রখ্যাত ভাইরোলজিস্ট,গোটা বিশ্বের কোষ-বিজ্ঞানী মহলে যিনি ‘ব্যাটউওম্যান’ নামে পরিচিত,সেই শি জেংলি খুঁজে পেয়েছেন প্রায় করোনার (সার্স-কভ-২) মতো আরেকটি ভাইরাস, যেটি বহন করছে বাদুড়েরা।সেই সঙ্গে চিনা বিজ্ঞানী জানিয়েছেন,চিনের গুয়াংঝাউ ল্যাবরেটরিতে আবিষ্কৃত
এইচকেইউ৫-কভ-২’ নামের এই ভাইরাসও বাদুড়ের দেহ থেকে মানবশরীরে সংক্রমিত হতে পারে,
যেমনটি হয়েছিল করোনাভাইরাস।ড.
জেংলির নেতৃত্বাধীন ভাইরোলজিস্ট ও কোষবিজ্ঞানীদের করা এই গবেষণাটি সেল সায়েন্টিফিক জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে।স্বভাবতই নতুন এই ভাইরাস নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে।কারণ,করোনাভাইরাসের
দুঃসহ স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ২০২০ এবং ২০২১ সাল,দুটি বছর সামান্য একটি ভাইরাস তথা অর্ধজীবের দাপটে কার্যত স্তব্ধ হয়েভগেছিল গোটা দুনিয়া।প্রাণ গেছিল বহু মানুষের। কার্যত রুদ্ধ হয়ে গেছিল অর্থনীতি। সেই অতিমারি পর্ব কাটিয়ে ছন্দে ফিরেছে সকলে।এই আবহে নতুন বছরের শুরুতে নতুন এক করোনাভাইরাসের হদিশ পাওয়া গেছে বলে চিনা বিজ্ঞানীদের দাবির ফলে ফের করোনা আতঙ্ক দানা বেঁধেছে।ড. জেংলির আবিষ্কৃত নতুন করোনাভাইরাস ঠিক কী? চিনা গবেষকরা জানিয়েছেন, তারা নতুন একটি ‘ব্যাট করোনাভাইরাস’ খুঁজে পেয়েছেন। যা বাদুড় থেকে ছড়াবে।
যার জেরে আক্রান্ত হতে পারে মানুষও। চিনা সংবাদমাধ্যমে প্রকাশ, বাদুড়ের থেকে এই ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে মানবদেহে। তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি, আরও গবেষণা প্রয়োজন। গবেষকরা জানাচ্ছেন, বনাঞ্চলে প্রচুর করোনাভাইরাস রয়েছে, তার মধ্যে সামান্য কয়েকটিই মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। কতটা বিপজ্জনক এই ‘এইচকেইউ৫-কভ-২’?চিনা গবেষকরা জানিয়েছেন, এখনই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, তারা যা জেনেছেন তা হলো, এই নয়া ভাইরাস সার্স-কভ-২-এর মতো মতো মানুষের দেহকোষে সহজে প্রবেশ করে না। গবেষণাপত্রে বলা হয়েছে, ‘এইচকেইউ৫-কভ-২’ মূলত ‘এইচকেইউ৫’ গোত্রের ভাইরাস, যা করোনারই বংশজাত। হংকং-এর জাপানি পিপিস্ট্রেল প্রজাতির বাদুড়ের দেহে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল।
এটি মেরবেকোভাইরাস সাবজেনাস’ থেকে এসেছে। এর মধ্যে সেই ভাইরাসও রয়েছে যা মূলত মধ্যপ্রাচ্যের শ্বাসকষ্ট বা রেসপিরেটরি সিন্ড্রোম (মার্স) সৃষ্টি করে।
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…