নয়া ঘূর্ণিঝড় ‘ফেনজল’!
অনলাইন প্রতিনিধি :-ডানার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ফের ঘূর্ণিঝড়ের আভাস। উৎপত্তি স্থল দক্ষিণ আন্দামান সাগরে। ২৩ নভেম্বর শনিবার নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুত্রে খবর।এই ঘূর্ণিঝড়ের নাম ফেনজল এর নামাকরণ করেছে সৌদি আরব। মৌসম ভবন জানিয়েছে এই ঝড় এগোবে দক্ষিণ ভারতের উপকূল এলাকার দিকে। তবে কোন জায়গায় আছড়ে পড়বে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।